সন্দীপ সরকার, কলকাতা: কখনও মাঁকড়িং, তো কখনও অবস্ট্রাকটিং দ্য ফিল্ড অর্থাৎ ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে আউট। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট - এমন কিছু আউট দেখেই সকলে অভ্যস্ত, যা নিয়মের পরিপন্থী হয়তো নয়, কিন্তু ক্রিকেটের স্পিরিট বিরোধী বলে চিহ্নিত করে থাকেন অনেকেই।


সেখানে তৃতীয় আম্পায়ার কোনও ব্যাটারকে আউট দেওয়ার পরেও মাঠে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে, সেই আশঙ্কা পুরোদস্তুর থাকার পরেও। আধুনিক ক্রিকেটে বিরল। তবে সেরমকই এক ব্যতিক্রমী ছবি দেখা গেল সোমবারের ইডেন গার্ডেন্সে (Edenm Gardens)। যখন প্রতিপক্ষ ব্যাটারকে তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পরেও ফিরিয়ে নিল ফিল্ডিং করা দল। তাও যে সে উইকেট নয়, আউট ছিলেন অভিষেক পোড়েল। যিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও নজর কেড়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত।


ইডেনে সোমবার সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ও সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স (Kolkata Tigers vs Siliguri Strikers)। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স। তাদের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। যুধাজিৎ গুহর ওভারের দ্বিতীয় বলে কাট করেন কর্ণ লাল। সিঙ্গল পূর্ণ করতে দৌড়ন কর্ণ ও নন স্ট্রাইকার অভিষেক। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে সেই বলটি থ্রো করেন সূরয সিন্ধু জয়সওয়াল। অভিষেক তখন এক রান পূর্ণ করে দ্বিতীয় রান নিতে যাবেন কি না ভাবছেন। ক্রিজের বাইরে বেরিয়ে যান। এদিকে সূরযের বলটি ধরবেন বলে শিলিগুড়ি স্ট্রাইকার্সের উইকেটকিপার রাহুল গুপ্ত স্টাম্পের পিছনের দিকে দৌড় শুরু করেন। অভিষেক নিজে উইকেটকিপার। তিনি সরে গিয়ে দৌড়নোর জায়গা করে দেন রাহুলকে। তবে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে সূরযের থ্রো তখন সরাসরি স্টাম্প ভেঙে দিয়েছে।


মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের শরণাপন্ন হন। রিপ্লেতে দেখা যায়, বল যখন স্টাম্পে লেগে বেল ফেলে দিচ্ছে, অভিষেক ক্রিজের বাইরে। তাঁকে রান আউট দেওয়া হয়। তখন ২৩ রানে ছিলেন চন্দননগরের ক্রিকেটার। তবে শিলিগুড়ি স্ট্রাইকার্সের কোচ সৌরাশিস লাহিড়ীর সঙ্গে আলোচনা করে অধিনায়ক ঋত্বিক রায়চৌধুরী অভিষেককে ক্রিজে ফিরিয়ে নেন। শিলিগুড়ি দলের এই স্পোর্টিং মানসিকতা ইডেন গার্ডেন্সে খেলা দেখতে আসা ও টিভি বা মোবাইলের পর্দায় অনলাইন স্ট্রিমিংয়ে নজর রাখা দর্শকদের মন জিতে নেয়।


শেষ পর্যন্ত ম্যাচে ফারাক গড়ে দেন অভিষেকই। ৩২ বলে ৪০ রান করেন। কর্ণ করেন ৪৩ বলে ৫৩ রান। কলকাতা টাইগার্স তোলে ১৫১/৩। জবাবে তরুণ গোদারা ও আকাশ দীপের ব্যাট হাতে লড়াই সত্ত্বেও ১৩০ রানে অল আউট হয়ে যায় শিলিগুড়ি। ২১ রানে ম্যাচ জেতে কলকাতা টাইগার্স।


আরও পড়ুন: বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হতেই ভারতীয় ফুটবল দলের কোচ স্তিমাচকে ছাঁটাই


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।