নয়াদিল্লি: ফিফা বিশ্বকাপ খেলছে ভারত (Indian Football Team), স্বপ্ন দেখেছিলেন ১৩০ কোটি ভারতবাসী। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। আর সেটা হলেও তৈরি হতো নতুন ইতিহাস। কারণ, এর আগে কোনও ভারতীয় ফুটবল দলই বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেনি। কাতারের কাছে ম্য়াচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে ম্যাচ হারতেই যে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের।


তারপরই কঠোর সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ছাঁটাই করা হল ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে (Igor Stimac)। ১৬ জুন, রবিবারই যে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। জাতীয় দলের কোচ হিসাবে স্তিমাচের ভবিষ্যৎ নির্ধারণ করতে একটি ভার্চুয়াল বৈঠক করেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সিনিয়র কর্তারা। যে বৈঠকের পৌরহিত্য করেন সর্বভারতীয় ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট এন এ হ্যারিস। ছিলেন এগজিকিউটিভ কমিটির সদস্য মেনলা এথেনপা, অনিলকুমার প্রভাকরণ, আই এম বিজয়ন, ক্লাইম্যাক্স লরেন্স ও এম সত্যনারায়ণ।


ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর সর্বসম্মতভাবে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, স্তিমাচকে আর কোচ হিসাবে রাখা হবে না। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কাউকে দায়িত্ব দেওয়াই যথাযথ হবে বলে জানিয়ে দেন সকল সদস্যই।


বৈঠকে ঠিক হয়, কার্যনির্বাহী সচিব এম সত্যনারায়ণ ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবলার স্তিমাচকে জানিয়ে দেবেন যে, তাঁকে ছাঁটাই করা হচ্ছে। তারপরই সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব স্তিমাচের অপসারণের চিঠি তৈরি করে ফেলেন। জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। স্তিমাচকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছে এআইএফএফ


ফিফা যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে হলে দ্বিতীয় রাউন্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে হারাতেই হতো ভারতকে। তার আগের ম্যাচে ঘরের মাঠে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত। কাতারে গিয়ে সুনীল ছেত্রী-হীন ভারতের কাজটা যে সহজ হবে না, জানাই ছিল। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন লালরিনজুয়ালা ছাংতে। তারপরই অবশ্য বিতর্কিত গোলে সমতা ফেরায় কাতার। শেষ পর্যন্ত ম্যাচও জিতে নেয়।


তার জেরেই অপসারিত হলেন কোচ।


আরও পড়ুন: রাঁচির বাগানবাড়িতে কুকুরদের জন্য ধোনির ব্যবস্থা জানলে অবাক হতেই হবে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।