কলকাতা: বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টে মহিলাদের বিভাগে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে (Rashmi Medinipur Wizards) ৭ উইকেটে হারাল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors)। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অবশ্য জেতার জন্য শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হল হাওড়াকে।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হাওড়া ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রশ্মি মেদিনীপুর উইজার্ডস নির্ধারিত ২০ ওভারে তোলে ১১৭/২। ব্যাট হাতে সফল তৃষিতা সরকার ও দ্যুতি পাল। তৃষিতা ৪২ রান করেন। দ্যুতি করেন ৩৭ রান। হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি করে উইকেট নেন প্রতিভা মান্ডি ও সুস্মিতা গঙ্গোপাধ্যায়।


জবাবে ব্য়াট করতে নেমে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় হাওড়া। তবে সেই লক্ষ্যপূরণের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন ধারা গুজ্জর (Dhara Gujjar)। তাঁকে সঙ্গত করেন শ্রাবণী পাল। ২৮ রান করেন শ্রাবণী। প্রেয়সী পাণ্ডে ও জোয়া লস্কর একটি করে উইকেট নেন। বোলাররা সেভাবে দাগ কাটতে পারেননি। ম্যাচের সেরা হন ধারা গুজ্জর।


বিরাট জয় কলকাতা টাইগার্সের


শনিবার মহিলাদের বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচে সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে (Sobisco Smashers Malda) ৬৯ রানে হারিয়ে দিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)। ফের ব্যাট হাতে সফল মিতা পাল। ৪৪ বলে ৪৫ রান করলেন কলকাতা টাইগার্সের অধিনায়ক। তাঁকে সঙ্গত করলেন তিথি দাস। ৩৭ রান করেন তিনি। বল হাতে সফল পিয়ালি ঘোষ (৩ উইকেট) ও রিয়া মাহাত (২ উইকেট)। রান তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অল আউট হয়ে যায় মালদা। অনন্যা হালদার নেন ৩ উইকেট। তিথি দাস বল হাতেও সফল। নেন ২ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন মিতা পাল।


 






আরও পড়ুন: রোহিত-কোহলিদের থেকে শেখা মন্ত্রেই প্রতিপক্ষদের ঘায়েল করতে চান বাংলার পেসার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।