সন্দীপ সরকার, কলকাতা: আত্মীয় বিয়োগ হয়েছে সম্প্রতি। যে কারণে মাথার চুল কামিয়ে ফেলতে হয়েছিল। তবে মাথায় কালো রংয়ের স্কাল্প ক্যাপ পরে মাঠে নেমে যেন নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করছেন আকাশ দীপ (Akash Deep)।


জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নজর কেড়ে নিয়েছেন বল হাতে। আইপিএলে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20) সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের (Siliguri Strikers) অন্যতম ভরসা ডানহাতি পেসার। আকাশ দীপই দলের মার্কি ক্রিকেটার। শনিবার দুপুরের ম্যাচে ইডেনে শ্রাচী রাঢ় টাইগার্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্স। ২ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্স। আট দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের প্রথম চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে। শেষ চারের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে?


ম্যাচের শেষে ইডেন ছেড়ে বেরনোর সময় আকাশ দীপকে যখন জিজ্ঞেস করা হল, মুচকি হাসলেন। গলায় এখন অনেক বেশি পরিণতি বোধ। এবিপি আনন্দকে আকাশ দীপ বললেন, 'একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। এখন থেকেই সেমিফাইনালের কথা ভাবলে নিজের ওপর আর দলের ওপর বাড়তি চাপ তৈরি হবে। আমাদের হাতে এখনও চারটি ম্যাচ রয়েছে। আমরা একটা একটা করে ম্যাচ ধরেই এগোব। তাতে আমার ভাল। দলেরও ভাল।'


বেঙ্গল প্রো টি-২০ লিগে ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। প্রায় এক সপ্তাহ হয়ে গেল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ দলগত স্কোর ১৪১! যে ইডেনে আইপিএলে ২৬১ রান করেও ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স, সেই মাঠেই বেঙ্গল প্রো টি-২০-তে নাকানিচোবানি খাচ্ছেন ব্যাটাররা। এতে বোলার হিসাবে খুশি? শনিবারের ম্যাচে কোনও উইকেট না পেলেও আকাশ দীপ ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করেছেন। বলছিলেন, 'টুর্নামেন্ট শুরুর দিকে মনে হচ্ছিল ব্যাটারদের জন্য কঠিন পিচ। তবে যত টুর্নামেন্ট এগোচ্ছে, পিচে রান উঠছে। এখন তো মনে হয় দারুণ ভারসাম্য তৈরি হয়েছে। আজকের ম্যাচে যেমন উইকেট খুব ভাল ছিল। ব্যাটার ও বোলার - সবাই সাহায্য পেয়েছে।' যোগ করেন, 'পাশাপাশি আমি মনে করি না যে, টি-২০ শুধু ব্যাটারদের খেলা। ম্যাচ জেতায় কিন্তু বোলাররাই। আশা করছি এই টুর্নামেন্ট থেকে ভাল কয়েকজন বোলার পাবে বাংলা।'


৪৩ বলে ৬২ রান করে ম্যাচের সর্বোচ্চ স্কোরার অঙ্কুর পাল। তাঁর ইনিংসই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আকাশ বলছেন, 'অঙ্কুরের শুধু রানের সংখ্যা নিয়ে ভাবছি না। ও যে মানসিকতা নিয়ে ব্যাটিং করেছে, সেটার কথাও বলব। দারুণ ঘরানার ব্যাটিং। আমার মনে হয়নি যে, স্থানীয় ক্রিকেটের কোনও ম্যাচ দেখছি। আইপিএলে বা আন্তর্জাতিক ক্রিকেটে এরকম শট দেখে অভ্যস্ত। এখনও পর্যন্ত বেঙ্গল প্রো টি-২০-র সেরা ইনিংস।'



ভারতীয় দলে ও আইপিএলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে ড্রেসিংরুমে, মাঠে সময় কাটানোর শিক্ষা কতটা সাহায্য করছে? আকাশ বলছেন, 'বড় মঞ্চে খেললে অনেক কিছু শেখা তো যায়ই। সবচেয়ে বড় যেটা শেখা যায়, সেটা হল মানসিক প্রস্তুতি। কীভাবে কোনও পরিস্থিতি সামলাব, তার অভিজ্ঞতা অর্জন করা যায়। তবে এটা ব্যক্তির ওপর নির্ভর করছে। বড় মঞ্চে খেললে কারও কারও মাথা ঘুরে যায়। আবার কেউ কেউ অনেক কিছু শেখে। কে কীভাবে দেখছে, তার ওপর নির্ভর করছে। মানসিকভাবে অনেক কিছু শিখেছি। কোহলি বা রোহিত ভাইরা কোনও বড় ম্যাচের আগে কীভাবে প্রস্তুতি নেয়, সেটাই সবচেয়ে বড় শিক্ষা।'


আরও পড়ুন: এবার বলির পাঁঠা খোঁজা হবে, পাকিস্তানের বিপর্যয়ে তোপ প্রাক্তন অধিনায়কের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।