সন্দীপ সরকার, কলকাতা: যদি স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে?


বেঙ্গল প্রো টি-টোয়েন্টি (Bengal Pro T20) লিগ নিয়ে কোনও বিতর্কের জায়গা রাখতে চায়নি বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। তাই বাংলার বিভিন্ন দলের যে সমস্ত কোচ বা সাপোর্ট স্টাফেরা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের কোনও ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাঁদের বলা হয়েছিল, হয় সিএবি-র চুক্তি থেকে ইস্তফা দিতে, না হয় বেঙ্গল প্রো টি-২০-র দায়িত্ব ছাড়তে। কোচ বা মেন্টর হিসাবে বেঙ্গল প্রো টি-২০ লিগে বিভিন্ন দলের দায়িত্ব নিয়েছেন যে সমস্ত প্রাক্তন ক্রিকেটার, তাঁরা প্রায় সকলেই সিএবি-র পদ থেকে ইস্তফা দিচ্ছিলেন।


স্বার্থের সংঘাত এড়াতে এবার কোচেদের চুক্তিপত্রই বদলে ফেলার পরিকল্পনা নিচ্ছে সিএবি। বছরের যে সময়ে বেঙ্গল প্রো টি-২০ আয়োজিত হবে, সেই সময়টা কোচেদের সঙ্গে কোনও চুক্তি রাখবে না সিএবি। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, পরের মরশুম থেকেই কোচেদের সঙ্গে বার্ষিক চুক্তির আঙ্গিকে বদল আনা হবে।


সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে বললেন, 'আমরা সবাইকেই সিএবি ও বেঙ্গল প্রো টি-২০ লিগের মধ্যে যে কোনও একটাকে বেছে নেওয়ার বিকল্প দিয়েছিলাম। বেঙ্গল প্রো টি-২০ পেশাদার লিগ। আমরা কোনও বিতর্কের জায়গা রাখতে চাই না। তবে এবার ঠিক কোন সময়ে এই টুর্নামেন্ট হবে, তা আমাদের পক্ষে আগাম জানা সম্ভব ছিল না। সেই কারণে গত বছর যে সমস্ত কোচেদের বাংলার বিভিন্ন দলের জন্য সই করানো হয়েছিল, তাঁদের চুক্তিপত্রে গোটা বছরের মেয়াদকাল রাখা হয়েছিল। কিন্তু এবার টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারছি আগামী মরশুমে কখন বেঙ্গল প্রো টি-২০ লিগ হতে পারে। তাই পরের মরশুমের জন্য বাংলার বিভিন্ন দলের কোচেদের চুক্তিপত্রেও বেঙ্গল প্রো টি-২০ লিগের সময়টা বাদ রাখা হবে। যাতে পরেরবার এই পরিস্থিতি তৈরি না হয়।'


এবিপি আনন্দ শনিবার লিখেছিল যে, বেঙ্গল প্রো টি-২০ লিগে যে সমস্ত প্রাক্তন ক্রিকেটার কোচ বা মেন্টর হিসাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাঁরা সকলেই বাংলা দলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আইপিএলের কলকাতা পর্ব শেষ হওয়ার পরই যে কারণে পদত্যাগের ধুম পড়ে গিয়েছিল সিএবি-তে। তবে বিতর্ক এড়াতে চুক্তিপত্রের ধাঁচই বদলে ফেলার পথে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা।


আরও পড়ুন: বাঙালি গায়িকার মুখে করব, লড়ব, জিতব রে... রাসেল-স্টার্ক-রিঙ্কুরাও নাচলেন, গাইলেন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।