কলকাতা: নাচছেন আন্দ্রে রাসেল (Andre Russell), রিঙ্কু সিংহরা (Rinku Singh)। গানের সুরে গলা মেলাচ্ছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক (Mitchell Starc)। সঙ্গে বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, অঙ্গকৃষ রঘুবংশীরা।


আইপিএলের (IPL 2024) প্লে অফের আগে খোশমেজাজে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। সকলে মিলে গাইছেন 'করব, লড়ব, জিতব রে...'।


জনপ্রিয় গায়িকা অন্তরা নন্দীর কণ্ঠে শোনা গেল কেকেআরের (KKR) অ্যান্থেম। প্রথম আইপিএলের সময় বিশাল-শেখরের সুরে যে গানে কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং শাহরুখ খান। সঙ্গে ঊষা উত্থুপ, বিশাল দাদলানি, কুণাল গাঞ্জাওয়ালারা গেয়েছিলেন সেই গান। পরে সেই গানেরই একাধিক ভার্সন শোনা গিয়েছিল। প্রথম আইপিএলে তো বটেই, পরেও ভাঙা হাত নিয়ে সেই গানে নেচে প্রবল জনপ্রিয় করে তুলেছিলেন খোদ বাজিগর।


আইপিএল প্লে অফের আগে সেই গান এবার শোনা গেল জনপ্রিয় বাঙালি গায়িকা অন্তরা নন্দীর কণ্ঠে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল অন্তরা। সোমবার কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অন্তরাকে দেখা যাচ্ছে কেকেআরের বেগুনি-সোনালি জার্সি পরে। গাইছেন, 'করব, লড়ব, জিতব রে...' 


তবে চমকের এখানেই শেষ নয়। এরপরই সেই ভিডিওতে দেখা যায়, অন্তরার সঙ্গে নাইটদের অ্যান্থেমে গলা মেলাচ্ছেন স্টার্ক, বেঙ্কটেশ, বরুণ, অঙ্গকৃষরা। রিঙ্কু সিংহও গাইছেন সেই গান। ভিডিওর একেবারে শেষে দেখা যাচ্ছে, বেডরুমে ঘুম থেকে উঠছেন অন্তরা। যেন গোটা ঘটনাটিই তাঁর স্বপ্নে দেখা। তবে তিনি চমকে উঠছেন দেখে যে, তাঁর বিছানায় রাখা কেকেআরের জার্সি।


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেকেআরের ভক্ত, অনুরাগী, সমর্থকেরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিও।  


 



গুয়াহাটি থেকে সোমবারই আমদাবাদের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন কেকেআর ক্রিকেটারেরা। রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের সঙ্গে কেকেআরের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ করল কেকেআর। মঙ্গলবার, ২১ মে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।                     


আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।