কলকাতা: গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের (Bengal Pro T20 League) সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যেমন জাঁকজমক ছিল, তেমন ২২ গজের লড়াইও ছিল হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজক এক ম্যাচে হারবার ডায়মন্ড,সকে (Harbour Diamonds) পরাজিত করল শিলিগুড়ি স্ট্রাইকার্স (Siliguri Strikers)। টিম পারফরম্যান্সেই জয় ছিনিয়ে নিল শিলিগুড়ি। ম্যাচের সেরা নির্বাচিত হলেন সূর্য সিন্ধু জয়সওয়াল।


টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শিলিগুড়ি। তবে তারা পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি। নির্ধারিত ওভারের কোটা শেষ হওয়ার তিন বল আগেই অল আউট হয়ে যায় তারা। শিলিগুড়ির সংগ্রহ ১৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৩৩ রানেই অল আউট হয়ে যায় হারবার ডায়মন্ড। আট রানে ম্যাচ জিতে নেয় তাঁরা। সূর্য বল হাতে চার ও রাজকুমার তিন উইকেট নেন। ডায়মন্ডের হয়ে সম্পূর্ণ ব্যর্থ দলের মার্কি ক্রিকেটার তথা অধিনায়ক মনোজ তিওয়ারি। তাঁর সংগ্রহ মাত্র চার রান।


প্রথমে ব্যাট করতে নেমে শিলিগুড়ি স্ট্রাইকার্স শুরুতেই ধাক্কা খায়। অভিষেক রমন ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরেন। তবে মন্থর গতিতে ইনিংস শুরুর পর শিলিগুড়ির ইনিংসে রানের গতি বাড়ান অঙ্কুর পাল ও বিশাল ভাটি। তাঁরা যথাক্রমে ৩১ ও ১৭ রানের ইনিংস খেলেন। শান্তনুর ব্যাট থেকে আসে ৪৪ রানের ঝাঁ চকচকে ইনিংস। তবে মাঝের ওভারে নিরন্তর ব্যবধান উইকেট হারিয়ে কোনও সময়ই খুব বড় রানের দিকে এগোতে পারেনি শিলিগুড়ি। শেষের গিকে বিকাশ ২০ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক রানে পৌঁছে দেন। হারবার ডায়মন্ডসের হয়ে বল হাতে নজর কাড়েনে প্রয়াস রায় বর্মন। তিনি ২৮ রানের বিনিময়ে তিন উইকেট নেন।


অল্প রান তাড়া করতে নামলেও সাত ওভারে ৪০ রানে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় হারবার ডায়মন্ডস। দলের মার্কি মনোজ তিওয়ারির ওপর অনেক আশা থাকলেও, তিনি নজর কাড়তে ব্যর্থ হন। বলের পরে ব্যাট হাতে দলকে লড়াইয়ে ফেরান সেই প্রয়াস রায় বর্মন। তিনি ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন। তবে দলের হয়ে উল্লেখযোগ্য বড় রানের ইনিংসে খেলতে ব্যর্থ হন তিনিও। একদিকে যেখানে অপরপ্রান্ত থেকে নিরন্তর উইকেট পড়ছিল, সেখানে হারবার ডায়মন্ডসের হয়ে লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বাদল সিংহ বলয়ান। তাঁর ব্যাট থেকে ২২ বলে ৩৭ রানের ইনিংস আসে। তবে দুর্ভাগ্যবশত দলকে জেতাতে পারেননি তিনি। শিলিগুড়ির বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের জয় সুনিশ্চিত করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দুই অপরাজিত দলের লড়াই, যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে স্থান পাকা করার হাতছানি ভারতের