নিউ ইয়র্ক: টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় এসেছে। দুইয়ে দুই করে করে সুপার এইটের পথে এক পা বাড়িয়েই রেখেছে ভারতীয় দল। আজ যুক্তরাষ্ট্রকে (United States vs India) তাদের ঘরের মাঠে হারালেই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) পরবর্তী রাউন্ডে যাওয়া পাকা। সহজ অঙ্ক। কিন্তু চ্যালেঞ্জটা একেবারেই সহজ নয়। যুক্তরাষ্ট্র দল একেবারেই হেলাফেলা পাত্র নয়। বাবর আজমরা হাড়ে হাড়ে তা টের পেয়েছেন। যুুক্তরাষ্ট্র-পাকিস্তানের ম্যাচ কিন্তু রোহিত শর্মাদের কাছে তাই সতর্কবার্তা। অ্যারন জোন্স, সৌরভ নেত্রাভালকরদের হালকাভাবে নেওয়ার ভুল করা চলবে না।


বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারতীয় দল এক ও যুক্তরাষ্ট্র দুইয়ে রয়েছে। উভয় দলের দখলেই দুই ম্যাচ পরে চার পয়েন্ট রয়েছে। তাই শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের কাছেও কিন্তু এই ম্যাচেই বিশের বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যেতে পারে। এই ম্যাচটা কিন্তু অনেকের মতে আবার ভারত বনাম ভারত। কারণ যুক্তরাষ্ট্রের দলের অধিনায়ক থেকে দলের তারকা ফাস্ট বোলার, একগুচ্ছ ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক একসময় গুজরাতের হয়ে খেলেছেন। ফাস্ট বোলার সৌরভ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কেএল রাহুল, হর্ষল পটেলদের সঙ্গে খেলেছেন। হরমীতও মুম্বইয়ের ক্রিকেট মহলের পরিচিত মুখ। রোহিতের কোচের কাছে তালিম নিয়েছেন তিনি। 


তাই যুক্তরাষ্ট্র বনাম ভারতের ম্যাচটার দিকে আরও বেশি করে ভারতীয় সমর্থকরা নজর রাখবেন। টুর্নামেন্টের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপার এইটে পৌঁছনোর সম্ভবনা নিয়ে হয়তো অতি বড় যুক্তরাষ্ট্র সমর্থকরা কেউই খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু মোনাঙ্কদের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর সম্ভাবনা প্রবল। সমস্যা একটাই শীর্ষস্তরে অভিজ্ঞতার অভাব। অনেক সময়ই এই অভাবটা সাফল্য ও ব্যর্থতার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যারন জোন্সের চওড়া ব্যাট, সৌরভদের বোলিং যুক্তরাষ্ট্রকে রূপকথা লেখার স্বপ্ন দেখাচ্ছে।


অপরদিকে, ভারতীয় দল দুই ম্যাচে জয় পেলেও, দল কিন্তু এখনও নিজের সেরা ফর্ম দেখা পারেনি। ভারতীয় সমর্থকদের উদ্বেগের কারণ বিরাট কোহলি ও শিবম দুবের ফর্ম। বিশের বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক কোহলি দুই ম্যাচে যথাক্রমে এক ও চার রান করেছেন। শিবম দুবে শূন্য ও তিন রান করেছেন। এই দুই ব্যাটারের ফর্মে ফেরাটা তাই ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। সৌরভ, আলি খানদের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জটাও বেশ ভাল হবে। বুধবার ৪০ ওভারের লড়াই শেষে কোন দল তিনে তিন করে এবার সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেয়ে অবশেষে টি-২০ বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন তারকা ক্রিকেটার