কলকাতা: আইপিএল (IPL 2024) চূড়ান্ত পর্বে এসে দাঁড়িয়েছে। প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বাকি দুটি জায়গার জন্য লড়াই পাঁচ দলের। 


আইপিএলের পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জ্বরে কাঁপছে বিশ্বক্রিকেট। আর তার মাঝেই শুরু হতে চলেছে নতুন আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট - বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20)। সিএবি (CAB) পরিচালিত যে টুর্নামেন্টে পুরুষদের আটটি ও মহিলাদের আটটি দল অংশ নেবে। পুরুষদের সব ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। মহিলাদের ম্যাচগুলি হবে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ১১ জুন থেকে শুরু হবে যে টুর্নামেন্ট। ১৮ দিনের এই টুর্নামেন্টটি ২৮ জুন পর্যন্ত চলবে। 


আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে শিলিগুড়ি দলটি কিনেছে সার্ভোটেক পাওয়ার সিস্টেমস লিমিটেড। দলের নাম রাখা হয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্স। তাদের পুরুষ এবং মহিলা দলের মার্কি ক্রিকেটারের নাম ঘোষণা করা হল। পুরুষ দলের মার্কি ক্রিকেটার হয়েছেন পেসার আকাশ দীপ (Akash Deep)। ভারতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নজরকাড়া বোলিং করেছিলেন বাংলার ডানহাতি পেসার। আইপিএলে যিনি খেলেন ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আচমকাই ঢুকে পড়েছে আরসিবি। ১৩ ম্যাচের শেষে তাদের স্কোর ১২। শেষ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসকে বিরাট ব্যবধানে হারাতে পারলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে আরসিবি। রান রেট ভাল থাকলে খুলে যেতে পারে প্লে অফের দরজাও।


তবে আইপিএলে একটিই ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত একটিই ম্যাচ খেলেছেন বাংলার পেসার আকাশ দীপ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই ম্যাচে ঈশান কিষাণের উইকেট নিয়েছিলেন। তারপর থেকে আর একাদশে বা ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলার সুযোগ পাননি।


সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের মহিলা দলের মার্কি ক্রিকেটার হয়েছেন প্রিয়ঙ্কা বালা। ডব্লিউপিএলে যিনি নিজের ক্রিকেট প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রিয়ঙ্কা বালা ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছেন। দিল্লিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৯ বলে ১৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন প্রিয়ঙ্কা। শিলিগুড়ি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ আশাবাদী যে, আকাশদীপ এবং প্রিয়ঙ্কা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে মাঠে নামলে বাড়তি উদ্দীপনা তৈরি হবে ক্রিকেটপ্রেমীদেরও।

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের প্রতিনিধিত্ব করবে।



আরও পড়ুন: সচিনের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, আইপিএলের মাঝেই শোকস্তব্ধ তেন্ডুলকর পরিবার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।