মুম্বই: আগামী ১ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। আর ভারতীয় দল (Indian Cricket Team) তাদের অভিযান শুরু করবে আগামী ৫ জুন। আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। বাের্ড সূত্রে খবর, শুধুমাত্র একটি প্রস্তুতি ম্য়াচ খেলেই বিশ্বকাপের আসরে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। অন্যান্য দল যেখানে দুটো প্রস্তুতি ম্য়াচ খেলবে, সেখানে ভারতীয় দল সময়ের অভাবে একটি প্রস্তুতি ম্য়াচ খেলেই মাঠে নামতে চলেছে।
সূত্রের খবর, আইসিসির কাছে বোর্ডের তরফে জানানো হয়েছে যেন নিউ ইয়র্কেই প্রস্তুতি ম্য়াচের আয়োজন করা হয়। আসলে ২৬ মে আইপিএলের ফাইনাল। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকায় উড়ে যাবে ভারতীয় দল। সেখানেই তাই একটি প্রস্তুতি ম্য়াচের আয়োজন যাতে করা হয় তার আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, জানা গিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফে ফ্লোরিডায় একটি প্রস্তুতি ম্য়াচ খেলার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ডকে জানানো হয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ক্রিকেটাররা এতটা ক্লান্ত থাকবেন যে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যেতে রাজি নন কেউই।
উল্লেখ্য, ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হাতে পাঁচদিন সময় থাকবে রোহিত বাহিনীর কাছে। তাই যাত্রার ধকল কিছুটা থাকবেই।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই রোহিত শর্মার নেতৃত্বাধীন ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছিল নির্বাচকমণ্ডলী। দলের সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। যদিও স্কোয়াড ঘোষণার পর থেকেই বিতর্ক তাড়া করে বেরিয়েছে বারবার। ফর্মে না থাকা হার্দিক পাণ্ড্যকে কেন সহ অধিনায়ক করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী বঢোদরার অলরাউন্ডারকে নাকি দলেই নিতে চাননি রোহিত শর্মা ও নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকর। কিন্তু শেষ পর্যন্ত নাকি বোর্ডের চাপে সিদ্ধান্ত বদলাতে হয়। এছাড়াও আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজের মত জায়গায় চার স্পিনার খেলানো নিয়েও মতবিরোধ হয়েছে। রিঙ্কু সিংহকে প্রথম পনেরাে সদস্যের দলে রাখা কেন হল না, তা নিয়েও নানা মুনির নানা মত শোনা গিয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে উঠে রোহিত বাহিনী কতটা ভাল পারফর্ম করতে পারে সেটাই দেখার।