কলকাতা: বারবার বৃষ্টি থাবা বসাচ্ছে। তার মাঝেও বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগে প্রথম দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিল সোবিস্কো স্ম্যাশার্স মালদা (Sobisco Smashers Malda)। শনিবার ইডেন গার্ডেন্সে তারা হারিয়ে দিল হারবার ডায়মন্ডসকে (Harbour Diamonds)। টানা ৬টি ম্য়াচ হারল হারবার ডায়মন্ডস। চলতি মরশুম দ্রুত ভুলতে চাইবেন মনোজ তিওয়ারিরা।


শনিবার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে জিতল স্ম্যাশার্স মালদা। ৬টি ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট মালদার। তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে। হারবার ডায়মন্ডের ঝুলিতে কোনও পয়েন্ট নেই। টেবিলের তলানিতে তারা।


মালদার হয়ে নজর কাড়লেন ঋত্বিক চট্টোপাধ্যায় (২১ বলে ৩৭ রান, সঙ্গে বল হাতে ২৫ রানে ২ উইকেট), অয়ন ভট্টাচার্য (১০ বলে অপরাজিত ৩১ রান), ঋতম পোড়েল (৩১ বলে ৩৬ রান), রমেশ প্রসাদ (২-২৯) ও গীত পুরি (২-৪০)। প্রথমে ব্যাট করে মালদা তুলেছিল ১৭৩/৭। জবাবে ১৭১/৯ স্কোরে আটকে গেলেন মনোজরা। পুনিশ মেটা ২০ বলে ৪২ করলেও লাভ হয়নি।


হাওড়ার বড় হার


ইডেনে পুরুষদের বিভাগে দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংসের কাছে হারল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে হাওড়া তুলেছিল ১২৪ রান। ১৩ বল বাকি থাকতে সেই রান পেরিয়ে যায় মুর্শিদাবাদ। লক্ষ্য অল্প রানের। তবু চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগে কম রানের খেলাই হচ্ছে বেশিরভাগ ম্যাচে। তাই মনে করা হয়েছিল, হাওড়া সহজে হাল ছাড়বে না। যদিও মুর্শিদাবাদের দুই ওপেনার কৌশিক ঘোষ ও আদিত্য পুরোহিত ৫৪ বলে ৭৭ রান যোগ করে ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে যান। পুরোহিতের একটি ক্যাচও পড়ে। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৬ রান করেন তিনি। ৭ উইকেটে ম্যাচ জেতে মুর্শিদাবাদ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল মুর্শিদাবাদ।


তিথি-প্রিয়সী জেতালেন কলকাতা টাইগার্সকে


তিথি (৫৭ রান) ও প্রিয়সী (২-১৩)-র পারফরম্যান্সে ভর করে মহিলাদের বিভাগে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ৯ উইকেটে উড়িয়ে দিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)।


তবে মহিলাদের আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল রশ্মি মেদিনীপুর উইজার্ডস ও সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল।


আরও পড়ুন: কার্যত সেমিফাইনালে ভারত, বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন হার্দিক-কুলদীপরা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।