অ্যান্টিগা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতকে। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজেয় টিম ইন্ডিয়া। শনিবার অ্যান্টিগায় বাংলাদেশকে (India vs Bangladesh) কার্যত একপেশেভাবে ৫০ রানে হারালেন রোহিত শর্মারা (Rohit Sharma)।


এই ম্যাচ জিতে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সুপার এইট পর্বে লাগাতার দুই ম্যাচ জিতে চার পয়েন্ট হল ভারতের। তারাই এখন গ্রুপ শীর্ষে। সেই সঙ্গে রোহিতদের হাতেই বেজে গেল বাংলাদেশের বিদায়ঘণ্টা। সুপার এইট পর্বে প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারত - পরপর দুই ম্যাচে হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা। সুপার এইটে শেষ ম্যাচে বাংলাদেশের সামনে আফগানিস্তান। সেই ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার আশা নেই বললেই চলে। যদি না অলৌকিক কিছু হয়। যদি আফগানিস্তান ও ভারতের কাছে বিরাট ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া, ও রশিদ খানদের বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ, তবেই অঙ্কের বিচারে টিকে থাকবে বাংলাদেশের দৌড়। যদিও তার জন্য অসাধ্য সাধন হতে হবে। 


টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সময় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছিলেন, তাঁদের পরিকল্পনাই হল ভারতকে কম রানে বেঁধে ফেলা। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিরা শুরু থেকেই এমন ব্যাট চালাতে শুরু করলেন যে, ইনিংসে বেড়ি পরানোর সুযোগই পাননি বাংলাদেশের বোলাররা। ২১ বলে ২৩ রান করে ভারতীয় ইনিংসের শুরুটা থার্ড গিয়ারে করে দিয়ে যান রোহিত। পরে সেই ভিতের ওপর দাঁড়িয়ে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেন হার্দিক। রান পেয়েছেন কোহলি (৩৭), ঋষভ পন্থ (৩৬), শিবম দুবেরাও (৩৪)। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৯৬/৫।


 






জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৬/৮ স্কোরে আটকে গেল বাংলাদেশ। ৩২ বলে সর্বোচ্চ ৪০ রান করলেন শান্ত। তবে তা যথেষ্ট ছিল না। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন কুলদীপ। ২টি করে উইকেট যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহের। হার্দিক নেন এক উইকেট। ব্যাটে বলে সাফল্যের জন্য ম্যাচের সেরা হয়েছেন হার্দিকই। 


আরও পড়ুন: হালাল মাংস অমিল, বাধ্য হয়ে নিজেদের খাবার নিজেরাই রাঁধছেন আফগান ক্রিকেটারেরা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।