কলকাতা: বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T-20) লিগের দামামা বেজে গিয়েছে। ১১ জুন শুরু হচ্ছে টুর্নামেন্ট। বৃহস্পতিবার যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হল। প্রথম দিনই মাঠে নামছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স (Siliguri Strikers)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সন্ধ্যা ৭টায় উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ হারবার ডায়মন্ডস।


টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আত্মবিশ্বাসে টগবগ করছেন শিলিগুড়ি স্টাইকার্সের পেসার আকাশ দীপ। যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন আইপিএলে (IPL 2024)। আকাশের মতে, বেঙ্গল প্রো টি-২০ লিগ বাংলার উদীয়মান ক্রিকেটারদের জন্য নিজেদের প্রতিভা তুলে ধরার উপযুক্ত মঞ্চ।


আকাশ দীপ বলেছেন, 'বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হওয়ার কথা শোনার পর থেকেই আমি ভীষণ রোমাঞ্চিত। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ পেয়ে একইভাবে রোমাঞ্চিত আমি। শিলিগুড়ি স্ট্রাইকার্সকে বেঙ্গল প্রো টি-২০ লিগে খেলতে দেখে নিশ্চিতভাবে ক্রিকেটের প্রতি শিলিগুড়িতে আগ্রহ তৈরি হবে।'


শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি ক্রিকেটারও আকাশ দীপ। তাঁর কথায়, 'গত দু'মাস ধরে আমি আইপিএল খেলে এসেছি এবং ফের একটি টি-২০ লিগে খেলার দিকে তাকিয়ে রয়েছি। অনেক নতুন প্রতিভা বেঙ্গল প্রো টি-২০ লিগে উঠে আসবে। সিনিয়র ক্রিকেটার হিসেবে ভালো খেলা এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের তৈরি করা আমাদের দায়িত্ব।'


বছরের শুরুর দিকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে আকাশ দীপের। ২৭ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, 'আমার আইপিএলের অভিজ্ঞতা বেঙ্গল প্রো টি-২০ লিগে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে। চলতি বছরে নিজের ক্রিকেট উপভোগ করছি। প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় এ দলে সুযোগ পাই।  তারপর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার সময় জানতে পারি, ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেয়েছি। আমি সেই ধরনের ক্রিকেটার নই যে, ভারতীয় দলে সুযোগ পেয়েই সন্তুষ্ট হয়ে যাব। আমি সেই ক্রিকেটার যে, দেশের হয়ে পঞ্চাশ থেকে একশোটি টেস্ট খেলতে চায়।'


শিলিগুড়ি স্ট্রাইকার্স দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের প্রতিনিধিত্ব করবে। আকাশ দীপ টুর্নামেন্টের আগাম পরিকল্পনা সাজাতেও শুরু করে দিয়েছেন। বলেছেন, 'আমি শিলিগুড়ি স্ট্রাইকার্সের ম্যানেজমেন্ট, কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকটি ম্যাচ জিততে চাই। এবং এই বিষয়ে দলের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আমাদের কী করা প্রয়োজন এবং আমাদের টুর্নামেন্ট কীভাবে শুরু করা প্রয়োজন তা নিয়েও বিস্তারিত কথা হয়েছে।'


আইপিএলের ধাঁচে সিএবি ও আরিভা স্পোর্টসের যৌথ উদ্যোগে বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হতে চলেছে। পুরুষ এবং মহিলাদের আটটি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ১১ জুন থেকে শুরু হওয়া ১৮ দিনের এই টুর্নামেন্টটি ২৮ জুন পর্যন্ত চলবে।


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নাশকতার ছক!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।