সন্দীপ সরকার, কলকাতা: টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ বলে কথা।
যে ম্যাচের উত্তাপ বাড়িয়ে দর্শকাসনে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান চেতন শর্মা (Chetan Shar,a)। বেঙ্কটেশ প্রসাদ, যাঁর হাতে বাংলার তৃণমূল স্তরের বোলারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দিচ্ছে সিএবি (CAB)।
সঙ্গে লেজ়ার শো। আতসবাজির প্রদর্শনী। ইডেন গার্ডেন্সের গ্যালারির একাংশে দর্শক। মুহূর্মুহূ স্লোগান।
তবে দিনের শেষে সব কিছু ফিকে হয়ে গেল। বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20 League) প্রথম সংস্করণে পুরুষদের ফাইনাল ভেস্তে গেল বৃষ্টিতে। সব আয়োজন তছনছ করে খলনায়ক বৃষ্টিই। ম্যাচের ফয়সালা না হওয়ায় যুগ্মজয়ী ঘোষণা করা হল সোবিস্কো স্ম্যাশার্স মালদা (Sobisco Smashers Malda) ও মুর্শিদাবাদ কিংসকে (Murshidabad Kings)।
শুক্রবার দুপুরে শুরু হওয়া মহিলাদের ফাইনাল নির্বিঘ্নেই শেষ হয়। তবে বৃষ্টি কাঁটায় বিদ্ধ হল পুরুষদের ফাইনাল। টস জিতে ম্যাচে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুর্শিদাবাদ কিংসের অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। যদিও নৈশালোকে ইডেনে ব্যাটিংয়ের ভাল বিজ্ঞাপন তুলে ধরতে পারলেন না জয়জিৎ বসু, ঋত্বিক চট্টোপাধ্যায়রা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৬/৮ স্কোরে আটকে যায় সোবিস্কো স্ম্যাশার্স মালদা। দলের ইনিংসকে টানেন ওপেনার রণজ্যোৎ সিংহ খইরা ও লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা সৌরভ সিংহ। ১৬ বলে ৩টি চার ও একটি ছক্কা সহ ২১ রান করেন রণজ্যোৎ। ৬ নম্বরে নেমে ২০ রান করেন সৌরভ।
মুর্শিদাবাদ কিংসের হয়ে দিনশাদ খান ও জিৎ ঠাকুর ২টি করে উইকেট নেন। লক্ষ্য মাত্র ১১৭ রানের। রান তাড়া করতে নেমে তখন মুর্শিদাবাদ কিংসের স্কোর ১.১ ওভারে বিনা উইকেটে ৭ রান, তখনই ঝেঁপে বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। রাত যত বাড়তে থাকে, বাড়তে থাকে বৃষ্টির প্রাবল্য। শেষ পর্যন্ত রাত ১০.১৫ নাগাদ ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। কভারে ঢাকা ইডেন গার্ডেন্সও তখন জল থইথই। মুর্শিদাবাদ ও মালদা - দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ৬ মাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারিয়েছিলেন, ভারতকে তুললেন ফাইনালে, রোহিতে মুগ্ধ দাদা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।