কলকাতা: শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগের ফাইনালে খেলবে কোন দুই দল, নির্ধারিত হয়ে গেল বুধবার।
শুক্রবার প্রথম বেঙ্গল টি-২০ লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইডেনে নামবে সোবিস্কো স্ম্যাশার্স মালদা (Sobisco Smashers Malda) ও মুর্শিদাবাদ কিংস (Murshidabad Kings)। বুধবার দুই দলই সেমিফাইনালে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল।
ইডেনে বুধবার দুপুরে প্রথম সেমিফাইনালে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে (Lux Shyam Kolkata Tigers) ৬ উইকেটে হারাল স্ম্যাশার্স মালদা। বল হাতে দুরন্ত ছন্দে মুকেশ কুমার। টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাননি। তবে বিশ্বকাপের পরেই জ়িম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল আর সেই দলে জায়গা করে নিয়েছেন বাংলার ডানহাতি পেসার। বুধবার ইডেনে মাত্র ২৩ রানে নিলেন ৫ উইকেট। অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়ও নজর কাড়লেন। ২৬ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪১ বলে অপরাজিত ৫০ রান করলেন। সহজেই ম্যাচ জিতে ফাইনালে গেল স্ম্য়াশার্স মালদা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১০৫/৯ স্কোরে আটকে গিয়েছিল কলকাতা টাইগার্স। জবাবে ২১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করে স্ম্যাশার্স মালদা। মাত্র ৪ উইকেট হারিয়ে।
ইডেনে সন্ধ্যায় আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে (Rashmi Medinipur Wizards) ৫ উইকেটে হারাল মুর্শিদাবাদ কিংস (Murshidabad Kings)। প্রথমে ব্যাট করে মেদিনীপুর উইজার্ডস তুলেছিল ১৪৪/৬। প্রিয়াংশু শ্রীবাস্তব ৪৪ ও ঋদ্ধিমান সাহা ৮৩২ রান করেন। সুখমিৎ সিংহ নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে নেয় মুর্শিদাবাদ কিংস। কৌশিক ঘোষ ৪৫ ও অগ্নিভ পান ২০ রান করেন। মেদিনীপুর উইজার্ডসের হয়ে বৈভব যাদব তিন উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।
আরও পড়ুন: বয়স মাত্র ১১, দু'হাতে বল করে তাক লাগাচ্ছে অরিক্তা, হাওড়ার কিশোরীর চোখে জাতীয় দলের স্বপ্ন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।