গায়ানা: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মহারণ। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড (IND vs ENG)। যদিও সেই ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। এমনকী, বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রাখছে আইসিসি-র (ICC) একটি নিয়মও। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও বাড়তি সময় রাখা হয়েছে। ম্যাচ শেষ করার জন্য নির্ধারিত সময়ের বাইরে সর্বোচ্চ আরও ৮ ঘণ্টা সময় পাবেন আম্পায়ার, ম্যাচ রেফারি।


তবে গায়ানায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কারণে যদি ম্যাচ ভেস্তে যায়? কারা উঠবে ফাইনালে? কপাল পুড়বে কোন দলের, কী বলছে নিয়ম?


আইসিসি পরিচালিত টি-২০ বিশ্বকাপের নিয়ম জানলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফুটবে। কারণ, নিয়ম বলছে, সুপার এইটে যে দলের ঝুলিতে বেশি পয়েন্ট ছিল, সেই দলই যাবে ফাইনালে।


টি-২০ বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। একমাত্র দল হিসাবে সব ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। গ্রুপ পর্বে শুধু কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সুপার এইটে তিন ম্যাচই জিতেছে ভারত। আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া - তিন দলকেই হারিয়েছে ভারত। ৩ ম্যাচের শেষে ৬ পয়েন্ট পেয়ে সুপার এইট পর্বেও শীর্ষে ছিলেন রোহিত, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যরা।


বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ যারা, সেই ইংল্যান্ড অবশ্য সুপার এইট পর্বে গ্রুপে দুই নম্বরে ছিল। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়কে হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিলেন জস বাটলাররা। সুপার এইট পর্বে ৩ ম্যাচের শেষে ইংল্যান্ডের পয়েন্ট ছিল ৪। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।


আর সেই নিয়মেই কপাল খুলে যেতে পারে রোহিত শর্মাদের। সুপার এইটে ভাল পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হতে পারে টিম ইন্ডিয়া। বৃষ্টিতে কোনও কারণে ম্যাচ পণ্ড হলে, ফাইনালে উঠবে ভারতই।


ইংরেজ ক্রিকেটার হোক বা বাটলারদের অনুরাগী, সকলেই তাই প্রার্থনা করছেন, যেন বৃষ্টিতে ম্যাচে বিঘ্ন না ঘটে। যেন ম্যাচ শেষ করা যায়। না হলেই যে অন্ধকার নামবে ইংরেজ শিবিরে!


আরও পড়ুন: বয়স মাত্র ১১, দু'হাতে বল করে তাক লাগাচ্ছে অরিক্তা, হাওড়ার কিশোরীর চোখে জাতীয় দলের স্বপ্ন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।