বেঙ্গালুরু: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল। ম্যাচে একাধিক দিন কোনও বল না হয়েই ভেসে গিয়েছিল। তা সত্ত্বেও টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে সক্ষম হয়েছিল বটে। তবে ফের একবার বৃষ্টির চোখরাঙানি উদ্বেগ সৃষ্টি করেছে ভারতীয় শিবিরে।
১৬ অক্টোবর অর্থাৎ কাল থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ (IND vs NZ 1st Test)। সেই ম্যাচের প্রাক্কালে, মঙ্গলবার প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ভারতের অনুশীলন। ম্যাচের দিনগুলিতেও আবহাওয়া কিন্তু আশার আলো দিতে ব্যর্থ। বেঙ্গালুরুতে (Bengaluru Weather) ম্যাচের পাঁচদিনই ঘন কালো মেঘ ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আবহাওয়া পোর্টালগুলি। একমাত্র ম্যাচের চতুর্থ দিন পরিস্থিতি খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিন বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের জলনিকাশি ব্যবস্থা বিশ্বমানের। খুব দ্রুতই বৃষ্টি থামার পর খেলা শুরু করা যায়। তবে তার জন্যও বৃষ্টিটা থামা প্রয়োজন। তাই ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম ম্যাচের ভাগ্য অনেকটাই আবহাওয়ার ঈশ্বরের ওপর নির্ভরশীল। ম্যাচের পাঁচদিন সম্পূর্ণ খেলা হওয়া তো কার্যত অসম্ভবই। এমনকী ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যাওয়ারও পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই পরিবেশের কথা মাথায় রেখেই কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ম্যাচের আগেভাগে একাদশ নির্বাচন করতে আগ্রহী নন। তিনি ম্যাচের দিন পরিবেশ, পরিস্থিতি দেখেই একাদশ বাছাই করবেন বলে জানিয়েছেন।
তিনি প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেন, 'ভারতীয় একাদশ কেমন হবে, তা পরিবেশ এবং পিচের ওপর নির্ভর করবে। আজকে তো বৃষ্টি হয়েছে। পিচ তো ঢাকা রয়েছে। আমারা দুই না তিন, কতজন ফাস্ট বোলার নিয়ে নামব, নিজেদের সেরা একাদশ কী হবে, তা নিয়ে কাল সিদ্ধান্ত নেব। আমরা নিজেদের বিকল্প খোলা রেখেছি।'
বাংলাদেশের বিরুদ্ধে কানপুর ম্যাচের উদাহরণ টেনে রোহিত আরও যোগ করেন, 'আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। তারপর আমরা সিদ্ধান্ত নেব। কানপুরে তো আমরা (বৃষ্টির জন্য) দুইদিনও খেলতে পারিননি। তা সত্ত্বেও ম্যাচ জিতেছিলাম। এখানে কী হবে জানি না। আমাদের সামনে যেমন পরিস্থিতি আসবে সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেব। আমরা ম্যাচ জেতারই চেষ্টা করব সবসময়।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে আগ্রহী নন রোহিত! কিন্তু কেন?