নয়াদিল্লি: আর এক রাতের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) টেস্ট সিরিজ়। এক দশকেরও বেশি সময় ধরে ঘরের মাঠে অপরাজিত ভারত। জিতেছে টানা ১৮টি টেস্ট সিরিজ়। কিউয়িদের বিরুদ্ধেও সেই দাপট অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামতে চলেছে রোহিত-বাহিনী। এই সিরিজ়ে কিন্তু ভারতীয় দলের একাধিক তারকাও ব্যক্তিগত না না মাইলফলক স্পর্শ করতে পারেন। 


ভারতীয় দলের হয়ে যখনই তিনি মাঠে নামেন, স্বাভাবিকভাবেই নজর সবসময় তাঁর দিকেই থাকে। সেই বিরাট কোহলি (Virat Kohli) এই সিরিজ়েই সচিন, রাহুল দ্রাবিড়দের তালিকায় সামিল হতে পারেন। মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে নয় হাজার রানের গণ্ডি পার করতে পারেন বিরাট। এর জন্য তাঁর আর মাত্র ৫৩ রান করতে হবে। 


অনেকেই তাঁকে বিরাটের উত্তরসূরি মনে করেন। তিনি শুভমন গিল (Shubman Gill)। ভারতের তরুণ তুর্কি এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন। তাঁর সামনে একদিকে যেমন দুই হাজার টেস্ট রানের গণ্ডি পার করার হাতছানি রয়েছে, তেমনই আবার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে পাঁচ হাজার রানও পূর্ণ করে ফেলতে পারেন গিল। ভারতের টপ অর্ডার ব্যাটার এখনও পর্যন্ত ২৭টি টেস্টে ১৬৫৬ রান করেছেন। অপরদিকে, তিন ফর্ম্যাট মিলিয়ে ৯৫ ম্যাচ ও ১১৮ ইনিংসে তাঁর সংগ্রহ ৪৫৬২ রান। গিল যদি কিউয়িদের বিরুদ্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে থাকেন, তাহলে তাঁর পক্ষে এই জোড়া মাইলফলক স্পর্শ করা কিন্তু অস্বাভাবিক কিছু নয়।


আরেক তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের সামনেও দুই হাজার আন্তর্জাতিক রান পূরণ করার সুযোগ রয়েছে। যশস্বী ওয়ান ডে খেলেননি এখনও। তবে টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে ইতিমধ্যেই ৪৯.৭৪ গড়ে ১৯৪০ রান করে ফেলেছেন। উপরন্তু, আর মাত্র পাঁচটি ছক্কা হাঁকালেও যশস্বী এক সর্বকালীন রেকর্ড ভেঙে ফেলতে পারেন। এই বছরে যশস্বী লাল বলের ক্রিকেটে মোট ২৯টি ছক্কা হাঁকিয়েছেন। আর পাঁচটি ছয় মারলেই নিউজ়িল্যান্ডেরই ব্র্যান্ডন ম্যাকালামের এক ক্যালেন্ডার বছরে টেস্টে সর্বাধিক ৩৩টি ছয় মারার রেকর্ড ভেঙে ফেলবেন তরুণ বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার।


অন্যদিকে কেএল রাহুল আর ৩১ রান করতে পারলেই তিন হাজার টেস্ট রান সম্পূর্ণ করে ফেলবেন। সিরিজ়ে কয়েকটি বড় রানের ইনিংস ঋষভ পন্থকেও পাঁচ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করতে সাহায্য করবে। পন্থ আপাতত ১৫৩টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৫১২ রান করেছেন। বোলারদের মধ্যে কুলদীপ যাদবের সামনেও মাইলফলকের হাতছানি। এই সিরিজ়ে চায়নাম্যান বোলার যদি ছয়টি উইকেট নেন, তাহলে তিনি ১৩তম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নিয়ে ফেলবেন। কুলদীপ এখনও পর্যন্ত ২২.৩০ গড়ে ২৯৪টি উইকেট নিয়েছেন।


সুতরাং, ভারতের দলগত পারফরম্যান্সের পাশাপাশি টিম ইন্ডিয়ার তারকাদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও যে নজর থাকবে, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সাহসী, নির্ভীক ক্রিকেটেই ভারতে সাফল্যের চাবিকাঠি, দাবি কিউয়ি অধিনায়ক টম ল্যাথামের