মুম্বই: তিনি এর আগে কোনও জাতীয় দলের কোচিং করাননি। অবসরোত্তর জীবনে আইপিএলে যে দুই দলের সঙ্গে যুক্ত ছিলেন, দুই দলেই ছিলেন মেন্টর পদে।                    


সেই অর্থে কোচ হিসাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অভিষেক হতে চলেছে ভারতীয় দলের (Indian Cricket Team) শিবিরেই। আসন্ন শ্রীলঙ্কা সফর হবে কোচ গৌতির প্রথম পরীক্ষা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের দেশে গিয়ে ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলবে ভারত। তার আগে সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গম্ভীর। এবং বড় দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক সম্মেলনেই তিনি স্পষ্ট করে দিলেন, কোচ হিসাবে নিজের উন্নতি নয়, তাঁর উদ্দেশ্য দল হিসাবে ভারতের অগ্রগতি।


গম্ভীর বলেছেন, 'আমি একটা ভীষণ ভীষণ সফল দলের দায়িত্ব নিচ্ছি। যারা টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার আপ। ওয়ান ডে বিশ্বকাপে রানার্স। এমন নয় যে, এই দল সফল নয়। আমার সঙ্গে বোর্ড সচিব জয় শাহর খুব ভাল সম্পর্ক আর আমরা চাই বিভিন্ন বিষয়ে জল্পনা সরিয়ে খুব ভাল কাজ হোক। এবং তার জন্য কয়েকটা ব্যাপার সংবাদমাধ্যমের কাছেও স্পষ্ট করে দেওয়া দরকার। গৌতম গম্ভীরের উন্নতি জরুরি নয়, বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটের উন্নতি।'


কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলাতে হবে গম্ভীরকে। যে দ্রাবিড়ের প্রশিক্ষণে টি-২০ বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। গম্ভীরও স্বীকার করে নিয়েছেন, 'বিরাট বড় দায়িত্ব নিতে হচ্ছে আমাকে।'


 






কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই গম্ভীর জানিয়েছিলেন, সুখী ড্রেসিংরুম গড়ে তুলতে হবে। সুখী ড্রেসিংরুম যে জাতীয় দলেরও সাফল্যের চাবিকাঠি হবে, জানিয়ে দিয়েছেন গৌতি। বলেছেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সব খেলোয়াড় সব সময় আমার সমর্থন পাবে। শুধু নিশ্চিত করতে হবে যে, ড্রেসিংরুম যেন সুখী হয়। শান্তি থাকে। সুরক্ষিত থাকে।'                     


আরও পড়ুন: দাদার বিয়ের দিন গরহাজির সৌরভ-ডোনা! কেন এড়িয়ে গেলেন অনুষ্ঠান?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।