Snehasish Ganguly: দাদার বিয়ের দিন গরহাজির সৌরভ-ডোনা! কেন এড়িয়ে গেলেন অনুষ্ঠান?
রবিবার, ২১ জুলাই ছিল বাংলার ক্রিকেটের বিশেষ এক দিন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ধদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্পিতার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারলেন স্নেহাশিস। মালাবদলও করলেন। রং মিলিয়ে হলুদ পাঞ্জাবি ও শাড়িতে সেজেছিলেন নবদম্পতি।
তবে স্নেহাশিসের দ্বিতীয় বিয়ের দিন দেখা গেল না ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভ্রাতৃবধূ ডোনাকে। কোথায় ছিলেন তাঁরা?
সৌরভ কলকাতাতেই নেই। তিনি রয়েছেন লন্ডনে। মেয়ে সানার কাছে।
মঙ্গলবার শহরে ফেরার কথা সৌরভের। যে কারণে বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি মহারাজকে।
ডোনাও লন্ডনে গিয়েছিলেন। তবে আগেই তিনি কলকাতায় ফিরে এসেছেন।
২১ জুলাই ছিল গুরুপূর্ণিমা। এদিন তাঁর নাচের স্কুল দীক্ষামঞ্জরীর অনুষ্ঠান ছিল।
সেই অনুষ্ঠানে ব্যস্ত রইলেন নৃত্যশিল্পী ডোনা। শহরে থেকেও ভাসুরের বিয়েতে গেলেন না।
৭ অগাস্ট রিসেপশন রয়েছে স্নেহাশিসের। কার্ডে আমন্ত্রণকারী হিসাবে নাম রয়েছে সৌরভ ও ডোনার। যদিও সেই অনুষ্ঠানেও সম্ভবত থাকবেন না তাঁরা। এমনকী, সৌরভ ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁদের না জানিয়েই কার্ডে নাম ছাপানো হয়েছে।
মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর অর্পিতাকে বিয়ে করলেন স্নেহাশিস। তবে এই বিয়ে নিয়ে গঙ্গোপাধ্যায় পরিবারের সকলে খুশি বলে খবর নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -