মুম্বই: ভারতের টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) বেতন বাড়তে চলেছে । পদোন্নতি পাওয়ার পর তাঁর বেতন রোহিত শর্মা এবং বিরাট কোহলির সমান হতে পারে । বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে গিলকে A+ ক্যাটাগরিতে রাখা হতে পারে । 

Continues below advertisement

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ১৯ ডিসেম্বর হবে । একটি প্রতিবেদন অনুসারে, এই টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সভা হতে পারে । এই মিটিংয়ে শুভমন গিলকে পদোন্নতি দেওয়া হতে পারে । এই বৈঠকেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে তাঁদের সেন্ট্রাল কন্ট্রাক্টে জায়গা দেওয়া উচিত কি না, কারণ তাঁরা এখন শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটে খেলেন ।

গত বছর, সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টের গ্রেড A+ -এ মাত্র ৪ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল । এই ৪ জন খেলোয়াড়ের নাম বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজা । গ্রেড A+ -এ থাকা খেলোয়াড়রা বছরে ৭ কোটি টাকা বেতন পান । 

Continues below advertisement

 

বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টের গ্রেড A+ -এর খেলোয়াড়রা বছরে ৭ কোটি টাকা পান । যেখানে গ্রেড A-তে আসা প্লেয়াররা বছরে ৫ কোটি টাকা বেতন পান । গ্রেড B-এর অধীনে আসা খেলোয়াড়রা বছরে ৩ কোটি এবং গ্রেড C-এর খেলোয়াড়রা বছরে ১ কোটি টাকা বেতন পান ।

শুভমন গিল বর্তমানে গ্রেড A-তে রয়েছেন, তাই তিনি এখনও পর্যন্ত বছরে ৫ কোটি টাকা বেতন পাচ্ছিলেন । উল্লেখ্য, গিল ভারতের টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়ক । তিনি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কও । অনেকেই মনে করছেন, সূর্যকুমার যাদবের পরিবর্তে ভারতের টি-২০ অধিনায়ক হিসাবেই শীঘ্রই দেখ যাবে শুভমন গিলকে ।