নয়াদিল্লি: সোমবার ৭৭ বছর বয়সে জীবনাবসান ঘটল কিংবদন্তি বিষণ সিংহ বেদি (Bishan Singh Bedi)। ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি। ১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ে বিষণ বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ৭৭-এই থামল তাঁর জীবন। 


এরাপল্লি প্রসন্ন, বিএস চন্দ্রশেখর এবং এস বেঙ্কটরাঘবনের স্পিনত্রয়ী ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) চিরস্মরণীয় হয়ে আছে। ১৯৭০ সালে পদ্মশ্রী জেতেন বেদি। তিনি ভারতীয় দলকে ২২টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন। ১৯৭৫ সালে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় একাদশেরও অঙ্গ ছিলেন তিনি।


 






১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেক ঘটান বেদি। নিজের প্রথম সিরিজ়েই ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। তারপর থেকে শুধুই ধাপে ধাপে সাফল্যের ইতিবৃত্ত। তাঁকে সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসাবে গণ্য করা হয়। দিল্লির রঞ্জি ট্রফিজয়ী দলের তিনিই অধিনায়কত্ব করেন। ১৯৭৮-৭৯ এবং ১৯৮০-৮১ সালে বেদির নেতৃত্বে রঞ্জি ট্রফি জেতে দিল্লি। ভারতের ঘরোয়া ক্রিকেট তো বটেই, কাউন্টি ক্রিকেটেও কিন্তু বেদি নিজের বোলিংয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল প্রতিনিধিত্ব করেছেন বেদি। মোট ১০২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৩৪টি উইকেট নিয়েছেন। 


তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শ্রী বিষণ সিংহ বেদির প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর চরিত্র এবং স্পিন বোলিংয়ের মাধ্যমে গোটা এক যুগে ওঁ নিজের দাপট দেখিয়েছে এবং শাসন করেছে। এই কঠিন সময়ে আমরা ওঁর পরিবার ও প্রিয়জনদের পাশে আছি।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চেজ়মাস্টার কোহলির দাপটের রাতে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ অনলাইনে দেখলেন রেকর্ড দর্শক