ধর্মশালা: তাঁকে বলা হয় চেজ়মাস্টার। রান তাড়া করতে নেমে তিনি যেন ভিন্ন মূর্তি ধরেন। বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। নিউজ়িল্যান্ডের (ODI World Cup) বিরুদ্ধে ৯৫ রান করে ম্যাচ জিতিয়েছেন (Ind vs NZ)। শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানো ও নিজের সেঞ্চুরি পূরণ করার চেষ্টা করেছিলেন। তবে বাউন্ডারি লাইনে ধরা পড়েন।


আর শৈলশহর ধর্মশালায় বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটের শাসন নতুন এক রেকর্ড গড়ল। ভারত-নিউজ়িল্যান্ড ম্য়াচ যাঁরা মাঠে বসে দেখার সুযোগ পাননি, চোখ রেখেছিলেন টিভির পর্দায়। আর যাঁরা টেলিভশের সামনেও বসার সুযোগ পাননি, অনলাইনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে ম্যাচ দেখেছেন। অনলাইন দর্শকসংখ্যায় রেকর্ড গড়েছে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ।


ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপের দেওয়া তথ্য বলছে, রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ একসঙ্গে সর্বোচ্চ ৪ কোটি ৩০ লক্ষ মানুষ দেখেছেন। যা একটি রেকর্ড। এর আগে চলতি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষ দেখার রেকর্ড হয়েছিল। সেই ম্যাচ ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে একসঙ্গে একই সময়ে সর্বোচ্চ সাড়ে তিন কোটি মানুষ দেখেছিলেন। তবে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ সেই রেকর্ডও ছাপিয়ে গেল।


ব্যাট হাতে গোটা বিশ্বকাপেই (ODI World Cup 2023) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন, অপরাজিতও ছিলেন। ঠিক তারপরের ম্যাচেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) আবারও এক জিনিস করার হাতছানি ছিল ভারতীয় (Indian Cricket Team) মহাতারকার ব্যাটারের সামনে। সুযোগ ছিল সচিন তেন্ডুলকরের সর্বকালের সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর। ৯৫ রানে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া করেন কোহলি। তবে দুরন্ত ইনিংসে কিন্তু একাধিক রেকর্ড গড়েন তিনি।


এই ৯৫ রানের ইনিংসের সুবাদে প্রথম ভারতীয় হিসাবে আইসিসির সাদা বলের টুর্নামেন্টে (৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি) তিন হাজার রান পূর্ণ করে ফেললেন কোহলি। ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে কোহলি ৩১টি ম্যাচ খেলে ৫৫.৩৬ গড়ে মোট ১৩৮৪ রান করেছেন, যা সর্বকালের চতুর্থ সর্বোচ্চ। তিনি এই ইনিংসের সুবাদেই আবার শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যকেও পিছনে ফেলে দিলেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্বপ্নের বছর অব্যাহত, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন গিল