India vs Australia Live: ২৩৮ রানেই শেষ অস্ট্রেলিয়ার লড়াই, পারথে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার

IND vs AUS 1st Test: পারথে প্রথম টেস্ট জিততে ভারতের প্রয়োজন সাত উইকেট, অস্ট্রেলিয়াকে করতে হবে আরও ৫২২ রান।

ABP Ananda Last Updated: 25 Nov 2024 01:23 PM

প্রেক্ষাপট

পারথ: প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) তৃতীয় দিনের শেষেবেলায় উইকেট বাঁচানোর জন্য প্যাট কামিন্সকে নাইট ওয়াচ ম্যান হিসাবে নামিয়েছিল অস্ট্রেলিয়া। কামিন্স তো টিকতে পারলেনই না, মাত্র তিন রানে যশপ্রীত...More

Border Gavaskar Trophy Live: পারথে অজি-বধ টিম ইন্ডিয়ার

অ্যালেক্স ক্যারির উইকেট ভাঙলেন হর্ষিত রানা। ২৩৮ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। ২৯৫ রানে জিতল ভারতীয় দল।