India vs Australia Test Live Score: বৃষ্টিতে বারবার বিঘ্ন ম্যাচে, ৪ উইকেট হারিয়ে চাপে ভারত, পিছিয়ে এখনও ৩৯৪ রানে

Border Gavaskar Trophy Live: ভারতের হয়ে লড়াই করলেন শুধু যশপ্রীত বুমরা। ইনিংসে ছয় উইকেট নিলেন। তাও ম্যাচ হারার ভ্রুকুটি ভারতীয় শিবিরে।

ABP Ananda Last Updated: 16 Dec 2024 01:38 PM
India vs Australia Test Live Score: দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

সোমবার, ম্যাচের তৃতীয় দিন খেলা হল মাত্র ৩৩.১ ওভার। আর তাতেই অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৫১ রান।

India vs Australia Live: ৪ উইকেট হারিয়ে ৫০ পেরল ভারত

বৃষ্টি থামতে শুরু হল খেলা। ৪ উইকেট হারিয়ে ৫০ পেরল ভারত। ৩৩ রান করে ক্রিজে রাহুল। সঙ্গে রোহিত শর্মা।

Border Gavaskar Trophy Live: ব্রিসবেনে বৃষ্টি থেমেছে

ব্রিসবেনে বৃষ্টি থেমেছে। কভার সরানো হয়েছে পিচের। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করছেন।

India vs Australia Test Live Score: ৩৯৭ রানে পিছিয়ে ভারত

বৃষ্টিতে এখনও বন্ধ ম্যাচ। ৩৯৭ রানে পিছিয়ে ভারত।

India vs Australia Live: মাঠ ভিজে থাকায় বন্ধই রয়েছে ম্যাচ

বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকায় বন্ধই রয়েছে ম্যাচ। ভারতের স্কোর ৪৮/৪।

Border Gavaskar Trophy Live: ১৪.১ ওভারে ভারতের স্কোর ৪৮/৪

১৪.১ ওভারে ভারতের স্কোর ৪৮/৪, বৃষ্টিতে বন্ধ রয়েছে ম্যাচ।

India vs Australia Live: মাত্র ৯ রান করে কট বিহাইন্ড ঋষভ পন্থ

প্যাট কামিন্সের বলে মাত্র ৯ রান করে কট বিহাইন্ড ঋষভ পন্থ। ভারতের স্কোর ৪৪/৪।

India vs Australia Test Live Score: ফের বৃষ্টিতে খেলা বন্ধ

১৩ ওভারের শেষে ভারতের ৩৯/৩, ফের বৃষ্টিতে খেলা বন্ধ।

India vs Australia Live: ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৩২/৩

১১ ওভারের শেষে ভারতের স্কোর ৩২/৩। ক্রিজে রাহুল ও পন্থ।

India vs Australia Live: ৯.১ ওভারে ভারতের স্কোর ২৭/৩

৯.১ ওভারে ভারতের স্কোর ২৭/৩। ক্রিজে রাহুল ও ঋষভ পন্থ। ফের বৃষ্টি নেমে খেলা বন্ধ।

Border Gavaskar Trophy Live: বৃষ্টি নামায় ফের বন্ধ হয়ে গেল খেলা

৭.২ ওভারে ভারতের স্কোর ২২/৩, বৃষ্টি নামায় ফের বন্ধ হয়ে গেল খেলা।

India vs Australia Test Live Score: ১৬ বলে মাত্র ৩ রান করে কট বিহাইন্ড কোহলি

বিরাট ধাক্কা হ্যাজলউডের। তাঁর বাইরের দিকে বেরনো বলে ব্যাট ছুঁইয়ে ১৬ বলে মাত্র ৩ রান করে কট বিহাইন্ড কোহলি। ভারতের স্কোর ২২/৩।

India vs Australia Live: ভারতীয় ইনিংসের শুরুতেই জোড়া ধাক্কা স্টার্কের

ভারতীয় ইনিংসের শুরুতেই জোড়া ধাক্কা স্টার্কের। পরপর তুলে নিলেন যশস্বী জয়সওয়াল (৪ রান) ও শুভমন গিলকে (১ রান)। ক্রিজে কে এল রাহুল ও বিরাট কোহলি। ভারতের স্কোর ৯/২।

India vs Australia Test Live Score: ৪৪৫ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

নাথান লায়নকে ফেরালেন সিরাজ। ৭০ রান করে আকাশ দীপের শিকার অ্যালেক্স ক্যারি। ৪৪৫ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

India vs Australia Live: স্টার্ককে ফেরালেন বুমরা

স্টার্ককে ফেরালেন বুমরা। অস্ট্রেলিয়ার স্কোর ৪৩৩/৮।

প্রেক্ষাপট

ব্রিসবেন: আবারও এক ম্যাচ আবারও ভারতের ত্রাতা হয়ে উঠলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ফের ইনিংসে পাঁচ উইকেট নিলেন বুমরা। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দ্বিতীয় দিনে ভারতের হতাশার দিনে একমাত্র আশার আলো বুমরা। অনবদ্য বোলিংয়ে কোনওক্রমে ভারতকে ম্যাচে টিকিয়ে রেখেছেন বুমরা।


এটি এশিয়ার বাইরে বুমরার ১০ নম্বর পাঁচ উইকেট। কপিল দেবের নয়বার ইনিংসে ৫ উইকেটের রেকর্ড টপকে গেলেন তিনি। সবমিলিয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার এটি ১২তম বার এক ইনিংসে পাঁচ উইকেট। এক্ষেত্রে তিনি জাহির খানকে পিছনে ফেলে দিলেন। মোট ২৫ ওভার হাত ঘুরিয়ে বুমরা ৭৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন।


আঠারো মাস আগে নিজের টেস্ট কেরিয়ারের ৩২ তম শতরানটি হাঁকিয়েছিলেন। এরপর থেকেই বারবার তীরে এসে তরী ডুবছিল। ভারতের বিরদ্ধে চলতি বর্ডার গাওস্কর ট্রফিতেও আগের চারটি ইনিংসে বড় রান আসেনি। কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন যে ফর্মে তিনি আছেন, কিন্তু বড় রান শুধু আসছে না। অবশেষে গাব্বায় নিজের টেস্ট কেরিয়ারের ৩৩ তম শতরানটি হাঁকালেন স্টিভ স্মিথ।


ভারতের বিরুদ্ধে এই নিয়ে কেরিয়ারের ১০ তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন স্মিথ। কেরিয়ারের ৩৩ তম। বিশ্বের একমাত্র ব্যাটার স্মিথ, যিনি দুটো আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্টে দশ বা তার বেশি সংখ্যক শতরান হাঁকিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১২টি শতরান হাঁকিয়েছেন স্মিথ। টেস্ট কেরিয়ারে মোট ৯৮০০ রান পূরণ করে ফেললেন স্মিথ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.