India vs Australia Live: শেষলগ্নে ৮ রানের ব্যবধানে ৩ উইকেটের পতন, মেলবোর্ন দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৬৪/৫
India vs Australia 4th Test Live: বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলাশেষে অস্ট্রেলিয়ার স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩১১ রান।
শেষবেলায় পড়ল তিন উইকেট। ১৬৪ রানে দিনের খেলা শেষ করল ভারত। ঋষভ পন্থ ছয় ও রবীন্দ্র জাডেজা চার রানে অপরাজিত রয়েছেন।
খাতা খোলার আগেই আউট আকাশদীপ। ১৫৯ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরল।
অনেকক্ষণ নিজেকে আটকে রেখেছিলেন, তবে আর পারলেন না। সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে ৩৬ রানে ফিরলেন বিরাট কোহলি। পরপর দুই উইকেট হারিয়ে ফের চাপে ভারত। এখনও ৩২০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
কোহলি ও জয়সওয়াল দুরন্ত পার্টনারশিপে তড়তড়িয়ে এগোচ্ছিল ভারত। দুই তারকাকেই অনবদ্য ফর্মে দেখাচ্ছিল। তবে শেষমেশ রান আউটে ভাঙল পার্টনারশিপ। ৮২ রানে সাজঘরে ফিরলেন যশস্বী।
যশস্বী জয়সওয়ালের বিরুদ্ধে এলবিডব্লুর আপিল করেছিল অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট না দেওয়ায় ডিআরএসও নেওয়া হয়। তবে সেখানে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পড়েছে, ফলে নট আউটের সিদ্ধান্ত বহাল থাকে। ৪০ ওভারে ভারতের স্কোর ১৪৮/২। যশস্বী ৭৮ রানে অপরাজিত রয়েছেন। কোহলি খেলছেন ৩৯ রানে।
পার্থের পর মেলবোর্ন, ৮১ বলে মহাগুরুত্বপূর্ণ এত অর্ধশতরান পূরণ করলেন যশস্বী জয়সওয়াল। শতরানের গণ্ডিও পার করে ফেলল ভারত। বর্তমান স্কোর ১০ । ৮৪ বলে কোহলি ও যশস্বীর অর্ধশতরানের পার্টনারশিপও পূর্ণ হয়ে গেল। বিরাট ২০ ও যশস্বী ৫৫ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরুর আগে কোহলি অনুশাসনের কথা বলেছিলেন। এখনও পর্যন্ত কোহলি কিন্তু বিরাট অনুশাসন দেখাতে সক্ষম হয়েছেন। অফ স্টাম্পের বাইরে একের পর এক বল ছাড়ছেন কোহলি। আপাতত ১৫ রানে ব্যাট করছেন তিনি। ভারতের স্কোর ৮২/২। যশস্বীর সংগ্রহ ৩৮ রান।
এই উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই চা বিরতির ঘোষণা করলেন আম্পায়াররা। ভারতের স্কোর ৫১/২।
৫০ রানের গণ্ডি পার করে ভারতীয় দল। তবে তারপরেই রাহুলের উইকেট ভেঙে দেন প্যাট কামিন্স। রাহুল ২৪ রানে সাজঘরে ফিরলেন।
ব্যাটিং পজিশন বদল করেও বদলাল না ভাগ্য। মাত্র তিন রানে কামিন্সের শিকার রোহিত শর্মা। আট রানে প্রথম উইকেট হারাল ভারত।
অবশেষে অল আউট হল অস্ট্রেলিয়া। ৪৭৪ রানে শেষ হল ইনিংস। শেষ উইকেটেও ১৯ রান যোগ করলেন অজ়িরা। চার উইকেট নিয়ে ইনিংস শেষ করলেন বুমরা।
লাঞ্চের পরেই পরপর দুই ওভারে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্মিথকে ১৪০ রানে ফেরান আকাশ দীপ, স্টার্ককে ১৫ রানে আউট করেন জাডেজা।
ভারতের নাগালের থেকে ম্যাচ ক্রমশই ফস্কে যাচ্ছে। দিনের প্রথম সেশনে ২৭ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১৪৩ রান তুলল অস্ট্রেলিয়া। লাঞ্চে অজ়িদের স্কোর ৪৫৪/৭। স্মিথ ১৩৯ ও মিচেল স্টার্ক ১৫ রানে ব্যাট করেছেন।
অবশেষে কামিন্স-স্মিথের পার্টনারশিপ ১১২ রানের পার্টনারশিপ ভাঙল। ৪৯ রানে জাডেজাকে বড় শট মারতে গিয়ে আউট হলেন কামিন্স। বেশ অনেকটা ছুটে ভাল ক্যাচ ধরলেন নীতীশ কুমার রেড্ডি।
নীতীশ রেড্ডির বলে চার মেরে নিজের টেস্ট কেরিয়ারের ৩৪তম শতরান পূরণ করলেন স্টিভ স্মিথ। এমসিজিতে এটি তাঁর পঞ্চম শতরান। ভারতের বিরুদ্ধে ১১তম। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এতগুলি টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব আর কারুর নেই। জো রুটের দশটি সেঞ্চুরির রেকর্ডকে পিছনে ফেললেন তিনি।
গত ম্যাচের সেঞ্চুরি হাঁকানোর পর এই ম্যাচেও দারুণ ছন্দে স্টিভ স্মিথ। তিনি দিনের খেলাশেষে ৬৮ রানে অপরাজিত রয়েছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন কামিন্স। অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। স্মিথ নিঃসন্দেহেই দ্রুত সাজঘরে ফেরাতে চাইবে ভারতীয় দল। এক্ষেত্রে ভারতের সেরা অস্ত্র ইনিংসে এখনও পর্যন্ত তিন উইকেট নেওয়া যশপ্রীত বুমরা।
প্রেক্ষাপট
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা নিঃসন্দেহে ঘটনাবহুল ছিল। একদিকে যেখানে ব্যাটারদের দাপট দেখা গেল, সেখানে বুমরার অসাধারণ বোলিংও নজর কাড়ল। আর ম্যাচে বাড়তি উত্তাপ যোগ করতে তো দুই দলের ক্রিকেটারদের তর্কাতর্কি, মগজাস্ত্রের লড়াই ছিল। মেলবোর্নে (IND vs AUS 4th Test) প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন। মার্নাস ছাড়াও স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা, অভিষেক ঘটানো স্য়াম কনস্টাসও হাফসেঞ্চুরি করেন। তবে সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক ট্র্যাভিস হেড খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান। রান পাননি মিচেল মার্শও।
ম্যাচের প্রথম দুই সেশনে অজ়ি ব্যাটাররা দাপট দেখালেও, তৃতীয় সেশনে ভারতীয় দল ম্য়াচে খানিকটা লড়াইয়ে ফেরে, সৌজন্যে যশপ্রীত বুমরা। সেট মার্নাস লাবুশেন ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট মারতে গিয়ে মিডঅফে ধরা দেন। ৭২ রানে থামে তাঁর ইনিংস। এরপরেই স্বল্প সময়ের ব্যবধানে আরও দুইটি উইকেট পায় ভারতীয় দল। গোটা সিরিজ় জুড়েই ভারতীয় দলের পথের কাঁটা হয়ে ওঠা হেডকে খাতা খোলার আগেই ফেরান বুমরা। মিচেল মার্শও তাঁর বলেই ফেরেন।
তবে এরপরে অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথ ইনিংস এগিয়ে নিয়ে যান। স্মিথ নিজের ফর্ম অব্যাহত রেখে হাফসেঞ্চুরি পূরণ করেন। দুইজনে মিলে ৫৩ রান যোগ করে ফেলেন। ক্যারিকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। কিন্তু তাঁকে সাজঘরে ফিরিয়ে অবশেষে সাফল্য পান আকাশ দীপ। গোটা দিনে একাধিকবার তাঁর বল ব্যাটারদের ব্যাটের কিনারা আশপাশ দিয়ে বের হয়। তবে অবশেষে শেষবেলায় তাঁর ঝুলিতে সাফল্য আসে। দিনশেষে ৬৮ রানে অপরাজিত রয়েছেন স্মিথ ও আট রানে খেলছেন কামিন্স।
এর আগে প্রথম সেশনে তরুণ তুর্কি কনস্টাস ও বহু যুদ্ধের ঘোড়া উসমান খাওয়াজা অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দাপুণ করেন। তবে কনস্টাসের দাপটে খাওয়াজা কিছুটা ব্যাকসিটই নেন খাওয়াজা। কনস্টাসের ব্যাটিং ইনিংস দেখে কে বলবে, ছেলেটা সদ্য অভিষেক ঘটিয়েছে। তরুণ অস্ট্রেলিয়ানের ব্যাটিংয়ে আট থেকে আশি, সকলেই কিন্তু প্রভাবিত হন। তবে অবশেষে রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লু হন। প্রথম সেশনে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন খাওয়াজা ও লাবুশেন।
প্রথম সেশনে একেবারেই দাঁত ফোটাতে পারেননি ভারতীয় ফাস্ট বোলাররা। সেখানে দ্বিতীয় সেশনে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা তুলনামূলক অনেকটাই ভাল বোলিং করলেন। দুর্ভাগ্যবশত আকাশ দীপের বল একাধিকবার খাওয়াজার ব্যাটের কিনারার পাশ দিয়ে বেরিয়ে যায়। এছাড়া একাধিকবার বল ব্যাটে লাগলেও, তা স্লিপ ফিল্ডার, কিপারের আগেই ড্রপ পরে। তবে দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের পর বেশ লড়াই করেই অর্ধশতরানের গণ্ডি পার করেন। তবে খুব সহজ এক ক্যাচ দিয়ে ৫৭ রানেই সাজঘরে ফেরেন খাওয়াজা। এই নিয়ে চলতি সিরিজ়ে পঞ্চমবার বুমারর বলে আউট হন অজ়ি ওপেনার। তারপরে লাবুশেন ও স্মিথ ইনিংসের হাল ধরেন। স্মিথ অপরাজিত থেকেই দিনশেষ করল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -