অ্যাডিলেড: পারথের পুনরাবৃত্তি হল না অ্যাডিলেডে। বরঞ্চ চার বছর আগে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজে যেমন হয়েছিল, মতই এবারও সেই অ্যাডিলেডেই হারের মুখ দেখতে হল ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। আরও একটা গোলাপি বলের মহারণে হার। সেদিন একাদশে ছিলেন না তিনি। আর এবার তিনিই অধিনায়ক। রোহিত শর্মার নেতৃত্বে প্রথমবার গোলাপি বলের টেস্টে হারল ভারতীয় দল। ম্য়াচের পর ভারত অধিনায়ক শিকা করেন নিলেন গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে তাঁদের থেকে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে এবারই প্রথম নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।
১০ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ম্য়াচের পর রোহিত বলছেন, ''আমাদের জন্য একটা হতাশাজনক সপ্তাহ গেল। আমি জানতাম চ্যালেঞ্জিং হতে চলেছে ম্য়াচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পরিস্থিতিতে ম্য়াচ জেতার জন্য যে খেলাটা দরকার তা আমরা খেলতে পারিনি। এমন অনেক সময় ছিল যেখানে ম্যাচ নিজেদের দখলে করা যেত, কিন্তু তা ব্যর্থ হয়েছি। পারথে যা করেছিলাম আমরা, তা স্পেশাল ছিল। কিন্তু এখানে লড়াইটা আলাদা ছিল। গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া বারবার আমাদের টেক্কা দিয়েছে। এখানেও তার ব্য়তিক্রম হয়নি।''
হিটম্যান আরও বলেন, ''আমরা এখন গাব্বা টেস্টের দিকে তাকিয়ে। মাঝে বেশিদিন সময় নেই। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। ওই মাঠে আমাদের বেশ কিছু সুন্দর মুহূর্ত রয়েছে। অনেক সুন্দর স্মৃতিও রয়েছে। আশা করি চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই আমরা কামব্যাক করব। এর আগেও এমন পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছে। এখনও সিরিজে অনেকগুলো ম্য়াচ রয়েছে।''
ওপেনিং স্লট ছেড়ে নিজে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু দুটো ইনিংসেই রান পাননি। রোহিত বলছেন, ''গোলাপি বলের টেস্টে অবশ্য়ই কিছুটা সমস্যা তো হয়েই। ছয় নম্বর পজিশনে রাতের বেলা ব্যাট করতে নেমেছিলেন। সাদা রংয়ের সাইড স্ক্রিনের সামনে গোলাপি বলের বিরুদ্ধে লড়াই। চ্যালেঞ্জিং তো অবশ্যই। তবে অস্ট্রেলিয়ায় খেলতে এলে মানসিকভাবে তৈরি থাকতেই হবে, যে কোনও পরিস্থিতিতেই যাতে পারফর্ম করা যায়। এখানে অজুহাতের কোনও জায়গা নেই।''
অ্য়াডিলেডে প্রথম ইনিংসে ১৮০ রান বোর্ডে তুলেছিল ভারত। জবাবে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে ১৭৫ রানে অল আউট হয়ে যায় ভারত। দিন রাতের টেস্টে জিততে ১৯ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়া। কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্যাগি গ্রিনরা।