নয়াদিল্লি: আর দিনদশেকও বাকি নেই। ২২ নভেম্বর থেকে পারথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (IND vs AUS) মুখোমুখি হবে ভারতীয় দল। এই মহাগুরুত্বপূর্ণ সিরিজ়ের আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে ধোঁয়াশা। তিনি আদৌ কবে জাতীয় দলে ফিরবেন, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই।


ভারতীয় টেস্ট দলের সকলেই ইতিমধ্যেই অজ়িভূমে পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার, ১২ নভেম্বর অপশনাল অনুশীলনে ঋষভ পন্থ, কেএল রাহুলরা থাকলেও, বুধবার কিন্তু বিরাট কোহলি, যশপ্রীত বুমরাসহ সকলকেই টিম ইন্ডিয়ার নেটে দেখে যায়। তবে ছিলেন না রোহিত শর্মা। তিনি দেশেই রয়েছেন। রোহিত ও রীতিকর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। সেই কারণেই তিনি দেশে রয়েছেন। রোহিতকে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না শোনা গেলেও, এই নিয়ে সরকারিভাবে কিন্তু এখনও কিছুই জানানো হয়নি।


তবে শোনা যাচ্ছে রোহিত মুম্বইতে থাকলেও তিনি কিন্তু অনুশীলন চালিয়ে যাচ্ছেন। খবর অনুযায়ী আজ আরসিপিতে অনুশীলন সারেন রোহিত। ৩৭ বছর বয়সি মহাতারকা মুম্বই ক্রিকেট সংস্থা ও আরসিপি, অনুশীলনের জন্য উভয়েরই বিভিন্ন পরিষেবা ব্যবহার করছেন। তবে তিনি অস্ট্রেলিয়া কবে যাবেন, সেই নিয়ে নিশ্চয়তা নেই। শোনা যাচ্ছে তাঁর দ্বিতীয় সন্তান জন্মানোর পরেই রোহিত ঠিক করবেন তিনি কবে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।


তবে রোহিত না গেলেও ভারতীয় দলের বাকিরা কিন্তু পারথে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দিনকয়েক আগে শোনা গিয়েছিল ভারতীয় সিনিয়র দলের সঙ্গে 'এ' দলের যে আন্তঃদলীয় ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। পরিবর্তে অনুশীলনেই জোর দেবে টিম ইন্ডিয়া। তবে টিম ইন্ডিয়ার বর্তমান ফর্ম দেখেই সম্ভবত সেই ম্যাচ আয়োজিত হতে চলেছে। শুক্রবার থেকে তিন দিনের সেই ম্যাচ আয়োজিত হওয়ার কথা।


দুই দলকে অবশ্য সমান সমান ভাগ না করে বরং টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট একদলে বাড়তি ব্যাটার ও একদলে বাড়তি বোলার নিয়ে অনুশীলন সারতে চাইছে বলে খবর। ঠিক যেমনটা করোনাকালে হত। ম্যানেজমেন্ট চায় ওয়াকার মাঝ পিচে আকাশ দীপ, সিরাজদের বিরুদ্ধে পন্থে, কোহলির মতো দলের প্রধান ব্যাটাররা বেশি করে অনুশীলন সারুন। সেই কারণেই প্রাথমিকভাবে আন্তঃদলীয় ম্যাচ বাতিল করা হয়েছিল। তবে সিরিজ় শুরুর আগে টিম ইন্ডিয়ার আর কোনও অনুশীলন ম্যাচ নেই। অনেকেই এই ম্যাচ বাতিলের বিরুদ্ধে বলেছিলেন। তাই সম্ভবত খানিক চাপে পড়েই অবশেষে সেই ম্যাচ খেলার আয়োজন করতে চলেছে বিসিসিআই। এমনটাই অন্তত শোনা যাচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রোহিত, কোহলি না ধোনি, আইপিএল ২০২৫-এ কার দলে যোগ দিতে চান তিনি? নিজেই জানালেন কেএল রাহুল