আমদাবাদ: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (IND vs AUS) মানেই তারকাদের সমাহার, হাড্ডাহাড্ডি লড়াই। অতীতে খেলার মাঠে অজি দলের তারকাদের বিরুদ্ধে একাধিকবার বাক্যবিনিময় করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli) তবে সোমবারের আমদাবাদে অন্য ছবি দেখা গেল।
বিরাটের উপহার
বিরাট কোহলি চতুর্থ টেস্ট শেষে দুই অজি তারকা উসমান খাওয়াজা (Usman Khawaja) ও অ্যালেক্স কেরিকে (Alex Carey) নিজের জার্সি উপহার দেন। অজি মিডিয়ার খবর অনুযায়ী, কোহলি অজি তারকা ব্যাটার মার্নাস লাবুশেনকে নিজের একটি ব্য়াট উপহার দেন। যেখানে অতীতে বারংবার কোহলিকর সঙ্গে অজি তারকাদের বাক্য বিনিময়, বিরোধ খবরের শিরোনামে উঠে এসেছে, সেখানে এই ঘটনা প্রীতির বার্তা দেয়।
দীর্ঘ আড়াই বছর পর গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাটের (Virat Kohli) ব্যাট থেকে এসেছিল টি-টোয়েন্টি ফর্ম্যাটে নিজের প্রথম সেঞ্চুরিটি। কিন্তু টেস্টে ২০১৯ এর পর থেকে সেঞ্চুরি আসছিল না। সেই অপেক্ষার অবসান হয়েছে আমদাবাদ টেস্টে। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে ১৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। ম্যাচের সেরাও হয়েছেন। পুরস্কার হাতে নিয়ে বিরাট জানিয়ে দিলেন, কেরিয়ারের এই সময় এসে কাউকে কিছু প্রমাণ করার আলাদা তাগিদ তাঁর নেই।
কী বললেন বিরাট?
আমদাবাদ টেস্টে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বিরাট বলেন, ''প্রত্যেকেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। একজন প্লেয়ার হিসেবে নিজের কাছে কী চাইছি, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নাগপুরে প্রথম ইনিংসে আমি ভাল খেলেছিলাম। আমরা যত বেশিক্ষণ সম্ভব ব্যাটিং করতে চেয়েছিলাম। আমি তেমনই করেছি, কিন্তু আগের মত হয়ত পারফর্ম আসেনি। কিন্তু এখানের ইনিংসটা আমাকে অনেক শান্তি দিয়েছে। যেভাবে খেলতে চেয়েছিলাম, তেমনই খেলেছি। কেরিয়ারের এমন সময় দাঁড়িয়ে নতুন করে কাউকে কিছু প্রমাণ করার নেই আমার।'' উল্লেখ্য, ৩৬৪ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৮৬ রানের ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: প্রত্যেকে নিজের দায়িত্ব সামলেছে, তাই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি আমরা: রোহিত