গোল্ড কোস্ট: প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলেননি। তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সুযোগ পেয়েই তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। কিন্তু কেন ভারতীয় দলের সর্বাধিক টি-টোয়েন্টি উইকেটসংগ্রাহক হয়েও দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না? এই বিষয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।

Continues below advertisement

মর্কেল দাবি করেন অর্শদীপ বেশ অভিজ্ঞ এবং তিনি জানেন যে ভারতীয় দল বর্তমানে ভিন্ন ভিন্ন কম্বিনেশন পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, সেই কারণেই তাঁকে আপাতত কিছু ম্যাচে বাইরে বসতে হচ্ছে। মর্কেল জানান, 'অর্শদীপ অভিজ্ঞ এবং ও জানে আমরা মহৎ উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন কম্বিনেশন চেষ্টা করছি। ও জানে ও বিশ্বমানের একজন বোলার এবং পাওয়ার প্লেতে ওই সর্বাধিক উইকেট নিয়েছেন। দলের ওর গুরুত্ব কতটা সেই বিষয়ে আমরা সকলেই জানি। তবে আমাদের তো বাকিদেরও পরখ করে দেখতে হবে এবং (দল থেকে বাদ পড়ার) বিষয়টা কিন্তু ও বোঝেও। গোটা বিষয়টা সহজ নয়। দল নির্বাচনের ক্ষেত্রে হতাশ হওয়াটা অস্বাভাবিক নয়। তবে কোনও কোনও সময় এই গোটা বিষয়টা খেলোয়াড়দের হাতে থাকেই না।'

অর্শদীপ সিংহই একমাত্র ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শতাধিক উইকেট নিয়েছেন। তবে এশিয়া কাপে অর্শদীপ প্রথম পছন্দের বোলার হিসাবে দলে দায়গা পাননি। অস্ট্রেলিয়ায় প্রথম দুই ম্য়াচেও খেলেননি। কিন্তু দলে সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করেছেন অর্শদীপ। বিশ্বকাপের আগে অজ়ি সিরিজ়ের পর আর মাত্র ১০টি ম্যাচ বাকি রয়েছে। তাই মর্কেল সব খেলোয়াড়দের এই মুহূর্তে প্রতিটি ম্যাচে সুযোগ পেলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে বলেন।   

Continues below advertisement

'আমাদের তরফ থেকে আমরা সবসময় ওদের বলি যে ওরা যেন কঠোর পরিশ্রম করতে থাকে এবং সুযোগ পেলে যেন তৈরি রাখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তো আর হাতে গোনা কয়েকটি ম্যাচই বাকি রয়েছে। চাপের মুখে কিছু কিছু ক্রিকেটার কেমন পারফর্ম করেন সেটা দেখাটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। এখন না হলে তো আর বুঝতে পারব না। তাই বিভিন্ন সময়ে দল যাতে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজেকে তৈরি করতে পারে এবং ম্যাচও জেতে, সেটাই গুরুত্বপূর্ণ। ' দাবি ভারতের বোলিং কোচ মর্কেলের।