কলকাতা: বহুদিন ধরেই কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্য সংস্থা টি-টোয়েন্টিের আয়োজন করে আসছে। এবার বাংলাতেও বসতে চলেছে এমন টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর। মঙ্গলবারই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি (Bengal Pro T20) নামে এই টুর্নামেন্ট আয়োজনের কথা সরকারিভাবে ঘোষণা করেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (CAB) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)।
আট দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পুরুষ এবং মহিলা, সকলের জন্যই আয়োজিত হবে। মঙ্গলবার সিএবির তরফে এক সাংবাদিক সম্মেলনে এই কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। এই সম্মলনে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন সিএসবি সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাসসহ বোর্ডের প্রায় সকল শীর্ষ নেতৃত্বই। কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যেও টি-টোয়েন্টি লিগ আয়োজিত হলেও, তা হয় ঘরোয়া ক্লাব ভিত্তিক। তবে বাংলার এই টি-টোয়েন্টি লিগ সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক।
২১ দিনব্যাপী এই টুর্নামেন্টটি আয়োজিত হবে। প্রতিদিনই দুইটি করে ম্যাচ খেলা হবে। মহিলাদের ম্যাচগুলি আয়োজিত হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। সকাল ও দুপুরে আয়োজিত হবে এই ম্যাচগুলি। আর পুরুষদের ম্যাচগুলি আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে। দুপুর এবং রাতে। আট দলের টুর্নামেন্টে প্রত্য়েক দলেই থাকবে ১৭জন করে ক্রিকেটার। প্রতি দলেই এই ১৭ জনের মধ্যে একজন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ড্রাফটিংয়ের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হবে।
এবিপি লাইভের তরফে এই ড্রাফটিং প্রক্রিয়ার বিষয়ে স্নেহাশিসকে জিজ্ঞেস করা হলে অবশ্য তিনি জানান যে ঠিক কীভাবে এই ড্রাফটিং প্রক্রিয়া সম্পন্ন হবে এই বিষয়ে এখনও পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হ্যাঁ, বাকি রাজ্য সংস্থার লিগগুলিতে বাইরের খেলোয়াড়রা খেলতে পারলেও, এই টুর্নামেন্টে কিন্তু কেবল বাংলার ক্রিকেটাররাই খেলার সুযোগ পাবেন বলে জানানো হয়। তবে শাহবাজ আমেদ, আকাশদীপ, মুকেশ কুমারের মতো ক্রিকেটাররা খেলবেন। এমনকী মহম্মদ শামি ফিট হয়ে গেলে তাঁকেও এই টুর্নামেন্ট খেলার জন্য অনুরোধ করা হবে।
দীর্ঘদিন ধরেই আইপিএলে বাংলা থেকে তেমন ক্রিকেটাররা সুযোগ পান না বলে ময়দানের আনাচে কানাচে হতাশার সুর ভেসে উঠে। কিন্তু এই টুর্নামেন্টে কেকেআরসহ আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিরদেরই স্পটার পাঠানোর অনুরোধ করা হয়েছে। শাহরুখ খান, সমীর রিজ়ভি, সাই সুদর্শনরা কিন্তু রাজ্য সংস্থার ঘরোয়া লিগগুলিতে স্পটারদের মাধ্যমেই চিহ্নিত হয়ে আইপিএলে সুযোগ পেয়েছেন। বাংলার ক্রিকেটমহল আশাবাদী রাজ্যের এই টুর্নামেন্টে থেকেও এমন অনেক প্রতিভা উঠে আসবে।
এই টুর্নামেন্টটি আয়োজনের জন্য বিসিসিআইয়ের থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়ে গিয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএল শেষ হওয়ার ১৪ দিনের আগে এই ধরনের কোনও টুর্নামেন্ট করা যায় না। এবারের আইপিএল ফাইনাল ২৬ মে নাগাদ শেষ হবে। তাই জুন মাসেই এই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। টুর্নামেন্টটি দেখানোর জন্য একাধিক ব্রডকাস্টারদের সঙ্গেও কথাবার্তা চলছে। তবে এখনও পাকাপাকিভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর মাঠে বসে খেলা দেখতে আগ্রহী দর্শকরা? তাঁদের জন্য় থাকছে কুপনের ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যেই এই কুপন পাওয়া যাবে বলে জানান সিএবি প্রধান স্নেহাশিস।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী, বাংলার ক্রিকেট জগতের দুই উজ্জ্বলতম নক্ষত্র টুর্নামেন্টের মুখ হতে চলেছে বলেই খবর। এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের ড্রাফটিং প্রক্রিয়া, ফ্র্যাঞ্চাইজি কেনাবাচা, তাদের নাম ঠিক করা সবটাই আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী সিএবি কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ময়ঙ্কের আগুন গতিতে ছারখার আরসিবি, আরসিবিকে ২৮ রানে হারাল লখনউ