Canada vs India Live: কাঁটা বৃষ্টি, পণ্ড রোহিতদের ম্যাচ, ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সুপার এইটে ভারত

Canada vs India T20 World Cup match live: বৃষ্টি ও ভেজা মাঠের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে ভারত বনাম কানাডা ম্যাচ পরিত্যক্ত।

ABP Ananda Last Updated: 15 Jun 2024 09:16 PM

প্রেক্ষাপট

ফ্লোরিডা: শনিবার আপাত অর্থে এক নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং কানাডা (IND vs CAN)। এক দল ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে...More

T20 World Cup Live: বৃষ্টি ও ভিজে মাঠের জন্য ভেস্তে গেল ভারত বনাম কানাডা ম্যাচ

ফ্লোরিডায় বৃষ্টি ও ভিজে মাঠের জন্য ভেস্তে গেল ভারত বনাম কানাডা ম্যাচ। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করল ভারত।