করাচি: টুর্নামেন্টের আয়োজক দেশ। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) শুরু হওয়ার ৫ দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েচে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে। সব মিলিয়ে প্রবল চাপে পাক দল।
আর সেই আবহেই পাকিস্তানের জ্বালা বাড়ালেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার। যিনি একটা সময় আফগানিস্তানের জাতীয় দলের কোচ হিসাবেও কাজ করেছেন। তিনি, অজয় জাডেজা। জানিয়ে দিলেন, পাকিস্তানের চেয়ে ভাল ক্রিকেট খেলেছে আফগানিস্তান। পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেওছে।
শ্রোতার নাম? ওয়াকার ইউনিস। পাকিস্তানের কিংবদন্তি পেসার। জাডেজার সঙ্গে যাঁর মাঠের দ্বৈরথ বিখ্যাত ছিল। ১৯৯৬ সালের ওয়ান ডে বিশ্বকাপ। বেঙ্গালুরুতে ওয়াকারের বলে ঝড় তুলেছিলেন জাডেজা। তাঁর বিধ্বংসী ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল।
এখন অবশ্য দুই প্রাক্তন ক্রিকেটারকেই দেখা যাচ্ছে এক বক্সে । চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন জাডেজা ও ওয়াকার। আর সেখানেই পাকিস্তান দলকে বিঁধলেন জাডেজা। কটাক্ষ করলেন পাকিস্তানের পারফরম্যান্সকে। পাকিস্তানের ব্যর্থতাকে খোঁচা দিতে ছাড়লেন না জাডেজা।
আরও পড়ুন: শতাব্দীর সেরা ম্যাচ খেলেছিলেন, কিংবদন্তি বরিস স্প্যাস্কি প্রয়াত, শোকের ছায়া দাবার দুনিয়ায়
ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ওয়াকারকে জাডেজা বলেন, 'আফগানিস্তানও তোমার দলের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। আমার বন্ধু, কেউ যদি মনে করে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় অঘটন, তারা নিজেদের বোকা প্রমাণিত করছে।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন দল তারা। পাকিস্তানের সামনে এবার ছিল খেতাব রক্ষার লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও পাকিস্তান। কিন্তু গ্রুপ পর্ব থেকেই মহম্মদ রিজওয়ানদের বিদায় নিতে গিয়েছে।
নিউজ়িল্যান্ড ও ভারত - পরপর দুই দেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলেন মহম্মদ রিজওয়ানরা। কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচও ভেস্তে যায়। তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হল পাকিস্তানকে। তারপরই পাক দলকে কাঠগড়ায় তুলেছেন সে দেশের তারকা মহিলা ক্রিকেটার সানা মীর।
পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর জানিয়েছেন, কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে অধিনায়ক হিসাবে নিয়ে এলেও পাকিস্তান ক্রিকেটের ছবিটা বদলাবে না। সানা মীর বলেছেন, 'আমি ভারত-পাকিস্তান ম্যাচ দেখছিলাম। এক বন্ধু মেসেজ করে বলে যে, ভারত ১০০/২, আর কিছু হওয়ার নেই। আমি ওকে বলেছিলাম, ম্যাচ সেদিনই খতম হয়ে গিয়েছিল, যেদিন পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছিল।'