করাচি: দীর্ঘ ২৯ বছর পর কোনও আইসিসি (ICC) ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান (Pakistan Cricket Team)। তার ওপর সেই টুর্নামেন্টে পাকিস্তান নেমেছিল খেতাব রক্ষার লড়াইয়ে। আর সেই টুর্নামেন্টে কি না শুরুর ৬ দিনের মধ্যেই বিদায় পাকিস্তানের!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) করাচিতে গত বুধবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হার মানতে হয় পাকিস্তানকে । তারপর দুবাইয়ে রবিবার ভারতের কাছে হারতে হয় ৬ উইকেটে । টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তানের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া কার্যত নিশ্চিতই ছিল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারের পর নিশ্চিত হয়ে যায় যে, পাকিস্তান আর কোনও অঙ্কেই সেমিফাইনালে যেতে পারবে না। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে মহম্মদ রিজওয়ানদের।

এই বিপর্যয় দেখে কী বলছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান? বর্তমানে যিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান জেলে থাকলেও ক্রিকেট থেকে দূরে নেই।

আরও পড়ুন: শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে রান করেন! বিপর্যয়ের পর বেনজির আক্রমণের মুখে বাবর আজম

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের গেটের বাইরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান। আলিমার কথায়, 'ইমরান বলেছেন, পছন্দের লোকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটই ধ্বংস হয়ে যাবে।'  

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তারপর থেকে অবশ্য আইসিসি আয়োজিত শেষ তিনটি টুর্নামেন্টেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপেরও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান।

পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজক দেশ। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মহম্মদ রিজওয়ানদের। প্রথমে নিউজ়িল্যান্ড। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পরপর দুই প্রতিপক্ষের কাছে পরাজয় হজম করতে হয়েছে পাকিস্তানকে। এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র নিয়মরক্ষার।

আরও পড়ুন: ৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার