নয়াদিল্লি: ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিলে একেবারেই ভাল যায়নি ভারতীয় দলের জন্য। বিশেষ করে টেস্ট ফর্ম্য়াটে শেষ আট ম্য়াচের মধ্যে ৬টি ম্য়াচেই হারতে হয়েছে তাদের। একটি ম্য়াচে জয় ও একটি ম্য়াচ ড্র করেছে রোহিত শর্মার দল। সামনে সাদা বলের ফর্ম্য়াটে একাধিক ম্য়াচ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিন সিনিয়র ক্রিকেটার।
আপাতত যা খবর, আগামী ১১ ফেব্রুয়ারি মুম্বইয়ে একটি বৈঠকে বসবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেখানেই হয়ত ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটের সিরিজ ও চ্যাম্পয়ন্স ট্রফির দল ঘোষণা হবে। সূত্রের খবর, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা ও মহম্মদ শামিকে সাদা বলের ফর্ম্য়াটের জন্য আপাতত ভাবা হচ্ছে না। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে দল। এখনই দুই তারকা ক্রিকেটারকে হাদ দেওয়া হচ্ছে না। তাঁরা চ্য়াম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও থাকছেন। এমনকী রোহিতই অধিনায়ক হিসেবে নামবেন টুর্নামেন্টে।
ওপেনিং পজিশনের জন্য রোহিত শর্মা, শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল তিনজনই রয়েছেন দৌড়ে। গিলের ওয়ান ডে রেকর্ড দুর্দান্ত। পঞ্চাশের ওপর গড় তাঁর। তাই রোহিতের সঙ্গে হয়ত গিলকেই ওপেনিং পজিশনে দেখা যাবে। জয়সওয়াল রয়েছেন তালিকায় তিন নম্বরে। সেক্ষেত্রে তাঁকে ব্য়াক আপ হিসেবে দেখা যেতে পারে। ব্যাটিং পজিশনে এমনি বিরাট কোহলি থাকবেন তিন নম্বর স্লটে। চার নম্বরের জন্য সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার রয়েছেন। তবে প্রাক্তন কেকেআর অধিনায়কই দৌড়ে এগিয়ে।
বল হাতে বুমরাকে দেখা যাবে কি না তা এখনই বলা সম্ভব নয়। আপাতত ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি। যদি গ্রেড ১ চোট হয়, তবে অন্তত ২-৩ সপ্তাহ লেগে যাবে। গ্রেড ২ চোট হলে সময় লাগবে ৬-৮ সপ্তাহ। আর যদি গ্রেড ৩ চোট হয়, তবে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে পুরো ফিট হয়ে উঠতে। বুমরা না খেললে দলে ঢুকে যেতে পারেন ঘরোয়া ক্রিকেটে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহি পারফর্ম করা অর্শদীপ সিংহ। এছাড়া স্পিন ডিপার্টমেন্টে কুল-চা জুটিকে ফিরিয়ে আনা হয় কি না তা দেখার।