মুম্বই: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। তবে গত আইপিএলে (IPL 2025) সবচেয়ে বেশি হইচই হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অন্তর্কলহ নিয়ে। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে দায়িত্ব দেওয়ার পর থেকে তুমুল বিতর্ক হয়। সমর্থকেরা গ্যালারি থেকে নিয়মিত স্লোগান দিতে শুরু করেন। বিদ্রুপ করা হয় হার্দিককে। গোটা দলের ওপরই প্রভাব পড়েছিল।


অনেকেই ভেবেছিলেন, এবারের আইপিএলে রোহিতকে হয়তো মুম্বই ইন্ডিয়ান্সে আর দেখা যাবে না। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে রোহিতকে রিটেন করে মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএলে ড্রেসিংরুমে সংহতি নিয়ে আর যে কোনওরকম আপোস করবে না, তা স্পষ্ট করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। দলের ক্রিকেটারদের কড়া বার্তাও দিয়ে দিল টিম ম্যানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।



মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার - রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার মতো যাঁদের রিটেন করা হয়েছে, তাঁদের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর জোর দিতে কড়া বার্তা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে পরাজয়ের পর যেভাবে ভারতীয় দলের ড্রেসিংরুমের কথোপকথন ফাঁস হয়ে গিয়েছিল আর তা কেন্দ্র করে যে বিতর্ক চলছিল সেই আবহেই একটি বিশেষ বৈঠক করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে। জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এমন কোনও অস্থিরতা নিজেদের শিবিরে ঘটতে দেওয়া চলবে না আর এই মর্মে ক্রিকেটারদের বার্তাও দেওয়া হয়েছে। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে পরের আইপিএলেও খেলবে মুম্বই ইন্ডিয়ান্স।


 






যদিও টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ থেকে রোহিত শর্মা অবসর ঘোষণা করার পর সূর্যকুমার যাদবকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। অনেকেই মনে করছিলেন, হয়তো মুম্বই ইন্ডিয়ান্সেও স্কাইকেই দেখা যাবে অধিনায়ক হিসাবে। কিন্তু সেই পথে হাঁটেনি মুম্বই। গত মরশুমে খারাপ ফলাফলের পরেও হার্দিকের নেতৃত্বের ওপর ফ্র্যাঞ্চাইজি ভরসা রেখেছে।


যদিও শোনা যাচ্ছে, মুম্বইয়েরই কয়েকজন ক্রিকেটার হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ম্যানেজমেন্টের সাম্প্রতিক এই বৈঠক সেই কারণেই।