দুবাই: সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan) । আর সেই ম্যাচের আগে ভারতীয় শিবিরে আচমকা হাজির হলেন দলের সেরা পেস অস্ত্র । যাঁকে গোটা টুর্নামেন্টেই পাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India) ।


সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গেল, তাহলে কি পাকিস্তান ম্যাচের আগে ভারত পেয়ে গেল পেস ব্রহ্মাস্ত্রকে?


যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) । রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে হাজির হয়ে গেলেন দুবাইয়ে । আর সটান নেমে পড়লেন মাঠে । ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন বুমরা । সমর্থকরা জয়ধ্বনি দিলেন । আলোচনা শুরু হয়ে গেল, ভারত কি তবে পাক-যুদ্ধে পেয়ে যাচ্ছে বুম বুম বুমরাকে? 


তবে বুমরা ম্যাচ খেলার জন্য আসেননি । এসেছেন পুরস্কার নিতে । একটু পরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি থেকে জানিয়ে দেওয়া হল, কেন দুবাইয়ে হাজির বুমরা । ভারতীয় ফাস্টবোলারের ছবি পোস্ট করে আইসিসি লিখল, 'আইসিসি পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা । সেই সঙ্গে বর্ষসেরা দলের ক্যাপও তুলে দেওয়া হল তাঁর হাতে । আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলের ক্রিকেটার হিসাবে সম্মান তুলে দেওয়া হল বুমরার হাতে । সেই সঙ্গে আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলেও রয়েছেন তিনি ।'


 






ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলে মহারণের আগে তাঁদের উৎসাহিত করলেন বুমরা । যদিও তিনি জিন্স ও সাদা ফুলশার্ট পরে মাঠে নেমেছিলেন । বোঝাই যাচ্ছিল যে, তিনি সৌজন্য বিনিময় করছেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরা । তারপর থেকেই মাঠের বাইরে তিনি । পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন । তাঁর পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হয়েছিল হর্ষিত রানাকে । হর্ষিতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একাদশে রয়েছেন ।


আরও পড়ুন: ইস্পাত কারখানা কবে তৈরি হচ্ছে? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়