করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আয়োজক দেশ তারা। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের। তবে পাকিস্তানের দুর্গতির সেখানেই শেষ নয়। টুর্নামেন্ট আয়োজন করেও লাভের মুখ দেখার সুযোগ নেই পাক ক্রিকেট বোর্ডের।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে বিরাট অঙ্কের লাভের আশায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই লাভের অঙ্ক এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই প্রকৃতি বাদ সেধেছে। বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচ। সেই দুই ম্যাচের টিকিটের দাম ফেরাতে হচ্ছে পিসিবি-কে। আইসিসির নিয়ম মেনে ওই দুই ম্যাচের টিকিটের দাম সমর্থকদের ফেরাবে পিসিবি। ফলে পাকিস্তানের লাভের অঙ্ক অনেকটাই কমে যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির জন্য তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে একটা বলও খেলা হয়নি। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে খেলা শুরু হলেও বৃষ্টির জন্য ম্যাচ শেষ হয়নি। তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইসিসি-র নিয়ম অনুযায়ী যে ম্যাচগুলিতে একটা বলও খেলা হয়নি, সেগুলির টিকিটের দাম সমর্থকদের ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই মতো বিজ্ঞপ্তিও দিয়েছে পাক বোর্ড। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম অবশ্য ফেরাতে হচ্ছে না, যেহেতু ম্যাচটি শুরু হয়েছিল।
আরও পড়ুন: অবিশ্বাস্য ক্যাচে আউট কোহলি, গ্যালারিতে মাথায় হাত স্ত্রী অনুষ্কার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের পুরো দাম ফেরত দেওয়া হবে। তবে রয়েছে শর্ত। দাম ফেরত পেতে টিকিটটি সঙ্গে থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট দিনে পাক বোর্ডের কিয়স্ক থেকে সশরীরে এসে টিকিটের দাম ফেরত নিতে হবে। এমনকী, একজনের টিকিটের দাম অন্য কাউকে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে পিসিবি-র তরফে। কবে ফেরত দেওয়া হবে টিকিটের দাম? ১০ থেকে ১৪ মার্চ এ জন্য বিশেষ কিয়স্ক খুলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: আইপিএল বয়কটের ডাক! গোটা বিশ্বকে ভারতের বিরুদ্ধে একজোট হতে বলছেন পাকিস্তানের কিংবদন্তি