সন্দীপ সরকার, কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত। অন্য দিকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান। আর এই পরিস্থিতিতে রবিবার মহারণ। দুবাইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দ্বৈরথে কোন দল এগিয়ে?
'সাদা বলের ক্রিকেটে ভারত ভীষণ শক্তিশালী দল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ড দেখুন। সব জায়গায় পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়েছে ভারত। ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত – ২৫ বছরে আমি যতদূর মনে করতে পারছি, আইসিসি ওয়ান ডে ইভেন্টে ভারতকে মাত্র একবার হারাতে পেরেছে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে একবার হারিয়েছে। ২৫ বছর ধরে পাকিস্তানকে শাসন করেছে ভারত। এই টুর্নামেন্টেও ভারত ফেভারিট। কারণ ভারতের ওয়ান ডে দল দারুণ শক্তিশালী। পাকিস্তানের কাজটা সহজ হবে না,' বলছিলেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার।
নাম? সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি ক্রিকেটার হিসাবে পাকিস্তানকে দেখলেই জ্বলে উঠতেন। কে ভুলতে পারে ইন্ডিপেন্ডেন্স কাপের সেই ফাইনাল, যেখানে সৌরভের সেঞ্চুরিতে ট্রফি জিতেছিল ভারত? কিংবা, কানাডায় টরন্টো কাপ। যেখানে পরপর চার ম্যাচে সেরা ক্রিকেটারের স্বীকৃতি ছিনিয়ে নিয়েছিলেন বেহালার বাঁহাতি। পাকিস্তানের বিরুদ্ধেই।
শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে সেই সৌরভ বললেন, 'তবে দুবাইয়ে গতকালের ম্যাচে যা দেখলাম, উইকেট সহজ নয়। দুবাই বা শারজায় যেরকম ব্যাটিং সহায়ক পিচ হয়, এটা তা নয়। টুর্নামেন্ট যত এগবে, বোলাররা দাপট দেখাবে। স্পিনারদের ভূমিকা কার্যকরী হবে। দুবাইয়ে গত এক মাস ধরে আইএল টি-২০-র ম্যাচ হয়েছে। ফলে পিচে অনেক খেলা হয়েছে। তাই ব্যাটিং খুব একটা সহজ হবে না। পাকিস্তানের মতো হবে না। পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ড ম্যাচে নিউজ়িল্যান্ড ৩২০ রান তুলেছিল। দুবাইয়ে তিনশো রানের ম্যাচ হবে না। তবে পাকিস্তানের কাজটা সহজ হবে না।'
আপনার খেলা স্মরণীয় ভারত-পাক লড়াই? সৌরভ স্মৃতিমেদুর হয়ে বললেন, 'ভারত-পাকিস্তান দ্বৈরথের প্রসঙ্গে বলি, আমার গোটা কেরিয়ারে প্রচুর এই ম্যাচ খেলেছি। ১৯৯৬ সালের ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল থেকে শুরু করে। যে ম্যাচে আমি সেঞ্চুরি করেছিলাম, বাংলাদেশের মাটিতে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম। কানাডায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে-বলে খুব ভাল পারফর্ম করেছিলাম। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলাম। এছাড়া অধিনায়ক হিসাবে আমার প্রথম পাকিস্তান সফর মনে রয়েছে। ২০০৪ সালের সেই সফরে টেস্ট ও ওয়ান ডে সিরিজে জিতেছিলাম। ক্রিকেটের ইতিহাসে সেই প্রথম আমরা পাকিস্তান থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিলাম। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্টে হারিয়েছিলাম। অনেক ভাল স্মৃতি রয়েছে।'
আরও পড়ুন: ইস্পাত কারখানা কবে তৈরি হচ্ছে? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ যোগ করলেন, 'আমি জাভেদ মিয়াঁদাদের ছক্কা দেখেছি। তারপর ভারতীয় ক্রিকেটের বিবর্তন দেখেছি। সব ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়েছে ভারত। আমার সর্বোচ্চ টেস্ট স্কোর – ২৩৯ রানও করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। তিনবার পাকিস্তানে সফরে গিয়েছি। অধিনায়ক হিসাবে গিয়েছি। পাকিস্তানের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছি, দেখেছি।'
যদিও এখন ভারতই দ্বৈরথে এগিয়ে থাকছে, সাফ জানিয়ে দিচ্ছেন সৌরভ। বলছেন, 'তবে গত ১৫-২০ বছর ধরে এই লড়াইটা বড্ড একপেশে হয়ে গিয়েছে। কাউকে অসম্মান না করেই বলছি, দল হিসাবে ভারত অনেক অনেক এগিয়ে রয়েছে। ভারতকে হারাতে হলে পাকিস্তানকে অনেক অনেক ভাল খেলতে হবে। আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ফেভারিট ভারত।'
আরও পড়ুন: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পরেছিলেন, এখন কেমন আছেন সৌরভ?