করাচি: ইংল্যান্ডের দলে নাম লেখাল দক্ষিণ আফ্রিকাও (Champions Trophy)। ফের বিতর্ক উস্কে দিলেন প্রোটিয়ারা।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার দাবি করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ দুবাইয়ে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। অনেকেই ইংরেজ অধিনায়ককে কাঠগড়ায় তোলেন।

এবার বাটলারের সুরেই সুর মেলালেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার রাসি ফান দার দাসেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি-র শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই শেষ চারে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা। আর সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে হলে পাকিস্তান থেকে দুবাইয়ে যেতে হবে প্রোটিয়াদের।

রাসি ফান দার দাসেন জানিয়েছেন, এখনই দুবাইয়ে যাওয়া নিয়ে ভাবছেন না তাঁরা। তবে দুবাইয়ে খেলা হলে যে ভারত সুবিধা পাবে, জানিয়েছেন প্রোটিয়া তারকা। সাফ বলছেন, 'এটা বোঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই।' একই মাঠে খেলা ও প্র্যাক্টিস করার জন্য ভারত বাড়তি সুবিধা পাবেন বলেই বিশ্বাস দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের।

আরও পড়ুন: আজ দুরন্ত আফগানদের রুখে দিতে পারে বৃষ্টি, জিতলেই সেমিফাইনালে অস্ট্রেলিয়া

রাসি ফান দার দাসেন বলেছেন, 'এটা অবশ্যই একটা সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এটা নিয়ে মন্তব্য করেছে। তবে এটা অবশ্যই সুবিধা। এক জায়গায় থাকলে, এক হোটেলে থাকলে, একই মাঠে প্রশিক্ষণ করলে, একই স্টেডিয়ামে সব ম্যাচ খেললে, একই পিচে প্রত্যেক বার, অবশ্যই সুবিধা পাবে। সেটা জানার জন্য কোনও রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই।' তিনি যোগ করেছেন, 'সেই সুবিধা ওরা কাজে লাগাতে পারে কি না, সেটা ভারতের ব্যাপার। এটা ওদের কাছে চাপেরও। কারণ, সেমিফাইনালে যে দলই ওদের বিরুদ্ধে খেলতে যাক না কেন, বা ফাইনালে যারাই ওদের সঙ্গে খেলুক না কেন, তাদের কাছে পরিবেশ-পরিস্থিতি বেশ অচেনা হবে। যেখানে ভারতীয় দল অনেক বেশি সড়গড়। সেটা কাজে লাগানোর চাপ ভারতের ওপর থাকবে। কারণ, পরিবেশ ও পরিস্থিতি ওরা জানে।'

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হচ্ছে। ভারত টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে চায়নি। সেই কারণে ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। আর বাকি ম্যাচ হচ্ছে পাক ভূখণ্ডে। ঠিক হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত ভারত বা পাকিস্তানে আয়োজিত সব আইসিসি ইভেন্টেই এই ফর্মুলা অনুসরণ করা হবে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা? জমে গিয়েছে অঙ্ক