কেপটাউন: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) স্কোয়াড থেকে ছিটকে গেলেন আনরিচ নোকিয়া (Anrich Nortje)। পিঠের ব্য়থার জন্যই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন এই অভিজ্ঞ তারকা পেসার। বুধবার প্রোটিয়া ক্রিকেট বোর্ডের তরফে দেওয়া বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দক্ষিণ আফ্রিকা দলের জার্সিতে কোনও আন্তর্জাতিক ম্য়াচ খেলতে পারেননি। কিন্তু চ্য়াম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক যে ফিটনেস টেস্ট হয়েছে সেখানে পাশ করতে পারেননি নোকিয়া। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি।
SA20 টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছেন নোকিয়া। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ''প্রিটোরিয়া ক্যাপিটালসের পেস বোলার আনরিচ নোকিয়া ছিটকে গিয়েছেন SA20 টুর্নামেন্ট থেকে। এমনকী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন তিনি।''
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ''৩১ বছরের পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল। সোমবার বিকেলের পর স্ক্যান করানো হয়েছিল। এরপরই নিশ্চিত হওয়া গিয়েছে যে নোকিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর অংশ নিতে পারবেন না। দ্রুত তাঁর পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হবে।'' আগামী ২১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্য়াচে তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তান।
নোকিয়া গত ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে আর ওয়ান ডে ফর্ম্য়াটে কোনও ম্য়াচ খেলেননি। কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে অবশ্য পারফরম্য়ান্স ভাল ছিল। এদিকে আইপিএলে কেকেআরের জার্সিতে এবার নামার কথা নোকিয়ার। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শুরু হবে আইপিএল। এই পরিস্থিতিতে আদৌ কেকেআরের জার্সিতে প্রোটিয়া পেসার নামতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এর আগে ২০১৯ বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ দুটো আসরেই দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুবারই শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আরও একবার আইসিসি ইভেন্টে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফের চোটের জন্য ছিটকে গেলেন।
তেম্বা বাভুমার নেতৃত্বেই ১৫ সদস্যের প্রোটিয়া বাহিনী ঘোষণা করা হল। দলে ফেরানো হল অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডিকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। এমনকী আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে প্রোটিয়া শিবির। কিন্তু তার আগে প্রথমবার আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।