কলকাতা: তাঁর নেতৃত্বে রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে খেলতে নামবে ভারত। সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে নিজের দেশের একের পর এক রাজনীতিবিদের বাউন্সার সামলাতে হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত। অথচ তাঁকেই কি না বডি শেমিংয়ের শিকার হতে হল। কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদের পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। মাত্র ১৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপরই হিটম্য়ানের ফিটনেস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শামা। রোহিত শর্মাকে 'মোটা খেলোয়াড়' ও 'ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন' বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। পাল্টা পোস্ট করে এরপর বিজেপিও। কংগ্রেস এরপর কিছুটা অস্বস্তিতে পরে শামাকে সেই পোস্ট ডিলিট করার নির্দেশ দেয়।
এবার কংগ্রেস নেত্রীর পাশে দাঁড়িয়ে রোহিতের দিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা, সাংসদ সৌগত রায়। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেছেন, 'রোহিত শর্মাকে নিয়ে শামা মহম্মদ যা বলেছেন, আমি সহমত। কোনও রাজনীতিবিদ হিসাবে নয়, ক্রিকেটপ্রেমী হিসাবে এই কথা বলছি। আর কতদিন রোহিত শর্মাকে ছাড় দেওয়া হবে? গত ২ বছরে একটা সেঞ্চুরি করেছে। তারপর থেকে ২, ৫, ১০, ২০ - এই রান করে আউট হয়ে যাচ্ছে। ওকে দলেও রাখা উচিত নয়, অধিনায়ক রাখাও উচিত নয়। কংগ্রেসের নেত্রী যেটা বলেছেন, ঠিকই বলেছেন।'
রোহিতের ওজন নিয়েও কটাক্ষ করেছেন সৌগত। তৃণমূল নেতা বলেছেন, 'শরীর নিয়ে কোনও যত্ন নেয় না, শুধু বিজ্ঞাপনে মডেল হয়ে যায়। খেলাধুলোয় কিছুই করতে পারছে না।'
আরও পড়ুন: আইপিএলে কেকেআরের অধিনায়ক কে? ঘোষণা হয়ে গেল, চমক শাহরুখের দলের
রোহিতের পরিবর্তে কে হতে পারেন ভারতের অধিনায়ক? সৌগত বলছেন, 'এখন তো অনেক নতুন নতুন ক্রিকেটার উঠে আসছে। যারা দারুণ ক্রিকেট খেলছে। ফিটনেস নিয়েই যদি কথা বলি, তা হলে বুমরা অধিনায়ক হিসাবে দারুণ বিকল্প। তবে ওর এখন একটু চোট রয়েছে। সেই জন্য দলে নেই। তবে নতুন যে সমস্ত ছেলেরা রয়েছে, তাদের মধ্যে যে কেউ অধিনায়ক হতে পারে।' যোগ করেছেন, 'রোহিত শর্মাকে দলেই রাখা উচিত নয়।'
কংগ্রেস মুখপাত্র শামা নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন, 'ক্রীড়াবিদ হিসেবে রোহিত শর্মা একজন মোটা খেলোয়াড়। ওঁকে ওজন কমাতে হবে! আর একই সঙ্গে ভারতের সবচেয়ে ব্যক্তিত্বহীন অধিনায়কও রোহিত। এছাড়াও রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।' পরে সেই পোস্ট ডিলিট করেন শামা।
আরও পড়ুন: আকাশের তিনটি তারা কিনে ফেলল কলকাতা নাইট রাইডার্স! আইপিএলের আগে শাহরুখের দলের চমক