দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এ গ্রুপের শীর্ষে থাকার সুবাদে বি গ্রুপে দ্বিতীয় স্থানাধিকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। দুবাইয়ে যে পিচে ভারতীয় স্পিনাররা দাপট দেখিয়ে কিউয়িদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে, সেই পিচেই অজিদের খেলতে নামতে হবে। নিঃসন্দেহে ভারতীয় স্পিন আক্রণকে সামলানো যে বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে স্টিভ স্মিথের দলের কাছে।
পিটিআই সংবাদসংস্থা সূত্রের খবর, দুবাইয়ে আইসিসির যে অ্য়াকাডেমি রয়েছে, তাতে রবিবার বিকেলে স্পিনের কড়া প্রস্তুতি সেরেছেন অজি ব্যাটাররা। প্রায় তিন ঘণ্টার অনুশীলন সেরেছে গোটা দল। স্মিথ, হেডরা যদিও হালকা অনুশীলনই সেরেছেন। কিন্তু অজি শিবিরের তরুণ সদস্যরা সবাই চূড়ান্ত অনুশীলন সেরেছেন। দুবাইয়ের পিচ ভারতীয় বোলারদের কাছে এখন হাতের তালুর মত চেনা। একই মাঠে তাঁরা গোটা টুর্নামেন্টের সব ম্য়াচই খেলছেন। কিউয়িদের বিরুদ্ধে ম্য়াচে বরুণ চক্রবর্তী, অক্ষর পটেলরা দাপট দেখিয়েছেন। আগের ম্য়াচে কুলদীপ যাদব জ্বলে উঠেছিলেন। দুবাইয়ের স্পিন নির্ভর পিচে ভারতের শক্তিশালী স্পিন বোলিংয়ের বিরুদ্ধে পাল্লা দেওয়াটা ম্য়াক্সওয়েলদের কাছে কিন্তু চ্যালেঞ্জ হতেই পারে। জানা গিয়েছে আইসিসি অ্য়াকাডেমির নেট বোলারদের স্মিথরা নাকি বলে দিচ্ছিলেন যে এমন ভাবেই বল ছুড়তে যাতে ড্রাইভ ও ফ্লিক শট মারতে হয়।
এর আগে ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানেও সেমিতে মুখোমুখি হয়েছিল দুটো দল। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারতে। সেখানে ফাইনালে রোহিতের দলকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল কামিন্সের অস্ট্রেলিয়া।
এদিকে, কাফ মাসলে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় চোট পান এই তরুণ তারকা। আশা করা হয়েছিল যে সেমির আগে পুরো ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিকল্প বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তরুণ অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে।
শর্ট আফগানিস্তানের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ্রুতগতিতে ২০ রান করেছিলেন। এরপরই বৃষ্টির জন্য খেলা স্থগিত হয়ে যায়। শর্টের চোট প্রসঙ্গে অজি অধিনায়ক স্মিথ জানিয়েছেন, "ওঁর কাফ মাসলের চোট প্রথমে ভেবেছিলাম অত সিরিয়াস কিছু হবে না। কিন্তু এখনও যন্ত্রণা অনুভব করছে। এই পরিস্থিতিতে সেমিফাইনালের দিনও এগিয়ে আসছে। তাই আমাদের পরিবর্ত খুজে নিতেই হল।"