নয়াদিল্লি: ভারতীয় দল থেকে তিনি বহুদিনই বাইরে রয়েছেন। তবে কামব্যাকের আশাতেই হয়তো এবারের রঞ্জি ট্রফিতে খেলার জন্য রাজি হয়েছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তবে সেই খবর প্রকাশিত হওয়ার দিনকয়েকের মধ্যেই রবিবার, ২৪ অগাস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। অবসরের পরবর্তী ধাপ কী? ইতিমধ্যেই ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে পূজারাকে। তিনি কি সেই পথই অনুসরণ করবেন, না অন্য কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে?
পূজারা নিজেই এইসব জল্পনা-কল্পনার মাঝে জানালেন তাঁকে সুযোগ দেওয়া হলে তিনি ভবিষ্যতে ব্যাটিং কোচ হিসাবে কাজ করতে আগ্রহী। তাঁর অবসরের পর রিপোর্টররা তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করেন। তাঁকে প্রশ্ন করা হয় তিনি কি সুযোগ পেলে কোচিং করাতে আগ্রহী? জবাবে একদা ভারতীয় ব্যাটিংয়ে ভরসা পূজারা জানান, 'আমি এখনই এই বিষয়ে (অবসর পরবর্তী ক্যারিয়ার) কিছু তেমনভাবে ভাবিনি। এই তো সবে অবসর নিলাম। ভবিষ্যতে আমি সব ধরনের সুযোগের জন্যই তৈরি।'
৩৭ বছরের পূজারা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। ৫টি ওয়ান ডে তেও নেমেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার। টেস্ট ফর্ম্যাটে ৭১৯৫ রান করেছেন। টেস্ট ফর্ম্য়াটে তিনি মোট ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ঘরের মাঠে মোট ৩৮৩৯ রান করেছেন পূজারা। টেস্টে তিন নম্বর ব্যাটে নামা পূজারা দীর্ঘ সময় ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন । দেশে ও বিদেশের মাটিতে ভারতীয় দলের একাধিক টেস্ট জয়ের নেপথ্য কারিগর তিনি।
তবে গত দুই বছর জাতীয় দলে সুযোগ পাননি পূজারা। দিনকয়েক আগে ঘোষিত দলীপ ট্রফির দলেও সুযোগ হয়নি তাঁর। এরপরেই তিনি অবসর ঘোষণা করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পূজারা লেখেন, 'ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে যতবার নামা ততবার নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করা, এগুলো কিছুই ভাষায় প্রকাশ করতে পারব না। তবে সব ভালোরই একটা শেষ হয়। এটাই নিয়ম। সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকেই অবসরের কথা ঘোষণা করছি।'