মুম্বই: আইপিএলে অভিষেকেই নজর কেড়েছে। ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিকও সে। সেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে এবার ভারতীয় ক্রিকেটের সিনিয়র দলের জন্য ভাবার আর্জি জানালেন রাজস্থান রয়্যালসের কর্মকর্তা জুবিন বারুচা। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের কাছে আর্জি রেখেছেন রয়্যালসের ডিরেক্টর। জুবিন না কি বিহারের এই ব্য়াটারের সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনাও টেনেছেন।
১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন সচিন। অন্য়দিকে বৈভব সূর্যবংশী এই মুহূর্তে ১৪ বছরের। সে ইন্ডিয়া এ দলের হয়ে খেলছে। এছাড়া ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছে বৈভ।
আইপিএলে গত মরশুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে আলোচিত নাম বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ শতরান করেছিল সে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে যুব দলের জার্সিতে দ্রুততম শতরান হাঁকিয়েছিল বৈভব। মাত্র ১২ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়া বৈভব ফের আলোচনায় উঠে এসেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে শতরান করার পর। বারুচা জানিয়েছেন, ''আমার মনে হয় দ্রুত বৈভবকে সিনিয়র দলের জন্য ভাবা উচিৎ। সচিকে যেভাবে সেই সময় ভাবা হয়েছিল।''
টাইমন অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বারুচা জানিয়েছেন, ''বৈভব এই মুহূর্তে আলাদাই জোনে রয়েছে। ওকে অন্ততপক্ষে ইন্ডিয়া এ দলের জার্সিতে খেলতে পাঠানো হোক। সেই ড্রেসিংরুম ভাগ করার সুযোগ দেওয়া হোক। আমি নিশ্চিত যে অস্ট্রেলিয়ান আক্রমণের বিরুদ্ধে ইন্ডিয়া এ দল খেলবে। সেই দলের বিরুদ্ধে নিশ্চিতভাবেই দ্বিশতরান করবে বৈভব।''
রাজস্থান রয়্যালসের জার্সিতেই আইপিএলে খেলেন জোফ্রা আর্চার। ইংল্যান্ডের তারকা পেসারকেও যে নির্মমভাবে শট মেরেছে বৈভব নেটে, সে কথাও মনে করিয়ে দেন জুবিন। রয়্যালস কর্তা বলছেন, ''নেটে আর্চারের বিরুদ্ধে আক্রমণাত্মক শট খেলতে দেখা গিয়েছে বৈভবকে। ও পেসারদের বিরুদ্ধেও খুব আত্মবিশ্বাসী হয়েই খেলে। স্মিথকে আমি জোফ্রার বিরুদ্ধে খেলতে অস্বস্তিতে পড়তে দেখেছি। কিন্তু বৈভবকে কখনও সমস্যায় পড়তে দেখিনি। জোফ্রাকে ব্যাক ফুটে শট মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছিল। আমরা সবাই, রয়্যালসের কোচিং স্টাফ এমনকী জোফ্রা নিজেও অবাক হয়ে গিয়েছিল ওর ব্যাটিং দেখে।''
উল্লেখ্য, গত আইপিএলে ১.১০ কোটি টাকা মূল্যে রাজস্থান রয়্য়ালসকে বৈভব সূর্যবংশীকে দলে নিয়েছিল।