কলকাতা: কোচ থেকে শুরু করে সহকারী কোচ - একের পর এক পরিবর্তন হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত দায়িত্ব ছেড়েছেন। সহকারী বোলিং কোচ ভরত অরুণও নাইট পরিবার ছেড়েছেন।

তার মাঝেই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি বিরাট এক পরিবর্তনের কথা ঘোষণা করল বৃহস্পতিবার। বদলে গেল দলের অধিনায়ক!

তবে কলকাতা নাইট রাইডার্স নয়, অধিনায়ক বদলে গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (Caribbean Premier League)- এ শাহরুখের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের (Trinbago Knight Riders) অধিনায়ক। ২০২৫ সালের মরশুমের জন্য ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরানের হাতে দায়িত্ব তুলে দিল টিকেআর। দীর্ঘদিন যে দলকে নেতৃত্ব দিয়েছেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। ২০১৯ সালে যিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন। ২০২০ সালে যিনি টিকেআরকে চতুর্থবারের জন্য সিপিএল চ্যাম্পিয়ন করেন। টানা ৬ বছর দায়িত্বে থাকার পর অবশেষে পালাবদল।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পুরান। বলেছেন, 'ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা অনেক বড় ব্যাপার। এই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া একটি বিশেষ সুযোগ এবং আমি এটিকে আমার সেরা সুযোগ হিসাবে দেখছি। ডোয়েন ব্র্যাভোর কাছ থেকে পোলার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং এখন আমার কাছে সেই ব্যাটন। পোলার্ড এখনও খেলছে, সুনীল নারাইনআন্দ্রে রাসেলও এই দলেই আছে। ওদের অভিজ্ঞতার উপর আমি নির্ভর করতে পারি।'

 

পুরানের সঙ্গে ত্রিনবাগো নাইট রাইডার্সের বহু পুরনো সম্পর্ক। মাত্র ১৭ বছর বয়সে তাঁর সিপিএলে অভিষেক। ব্র্যাভোর নেতৃত্বে টি অ্যান্ড টি রেড স্টিলে খেলতেন। পরে পোলার্ডের নেতৃত্বে বার্বাডোজে খেলেছেন। ২০১৫ সালে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। কেরিয়ার নিয়ে তৈরি হয় সংশয়। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পুরানের। হয়ে ওঠেন টি-২০ ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটার। ১৪৯ স্ট্রাইক রেট নিয়ে গোটা বিশ্বে ক্রিকেটের এই ফর্ম্যাটে ৯ হাজার রান। গত মরশুমে টিকেআরের হয়ে ৫৬ ব্যাটিং গড় রেখে ১১ ম্যাচে ৫০৪ রান করেছিলেন পুরান।