ডাবলিন: দীর্ঘদিন ধরেই ভারত ও আয়ারল্য়ান্ডের (India vs Ireland) মধ্যে সিরিজ নিয়ে জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। তবে টিম ইন্ডিয়ার (Team India) ব্যস্ত সূচির মাঝে সময় বের করাটাই চাপ হচ্ছিল। তাই এই সিরিজের দিনক্ষণও জানা যাচ্ছিল। তবে দীর্ঘ টালবহানার পর অবশেষে ভারত ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা হল। আয়ারল্যান্ডের মাটিতেই ১৮, ২০ ও ২৩ অগাস্ট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত ও আয়ারল্যান্ড। সিরিজের তিনটি ম্যাচই ডাবলিনের ম্যালাহাইডে আয়োজিত হবে।


ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রায় মাসখানেক পর ওয়েস্ট ইন্ডিজে তিন ফর্ম্যাটের সিরিজ দিয়েই মাঠে ফিরবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের একেবারে পর পরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। গত বছরও আইরিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজের এক বছর পর ফের একবার আয়ারল্যান্ডে দেখা যাবে টিম ইন্ডিয়াকে।


 



 


ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রম এক বিবৃতিতে বলেন, '১২ মাসে দ্বিতীয়বার ভারতীয় দলকে আয়ারল্যান্ডে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ২০২২ সালে দুইটি ম্যাচেই সমর্থকরা গ্যালারি ভর্তি করেছিলেন। এ বছর তিন ম্যাচের সিরিজ আয়োজিত হবে। তাই এবার আরও বেশি দর্শক মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ পাবেন। আমরা ভারতীয় বোর্ডকে এই ব্যস্ত সূচির ম্যাচেও খেলতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি সমর্থকদের কথা মাথায় রেখে শুক্রবার ও রবিবার ম্যাচ খেলতে রাজি হওয়ার জন্যও অসংখ্য ধন্যবাদ। এইদিনে ম্যাচ খেলতে রাজি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?