দুবাই: ক্রিকেটের নিয়মে (Cricket Rule) বড়সড় বদল আনতে চলেছে আইসিসি। বাউন্ডারি লাইনে ক্যাচ ও ওয়ান ডে ক্রিকেটে ৩৫ ওভারের পর থেকে একটিই বল ব্যবহারের মতো নিয়মের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এবার আরও এক ঝাঁক বদলের সিদ্ধান্ত নিতে চলেছে। রইল ঝলক...
টেস্টে স্টপ ক্লক
সাদা বলের ক্রিকেটে আগেই স্টপ ক্লক চালু করেছিল আইসিসি। মন্থর ওভার রেট বন্ধ করতে এবার টেস্টেও স্টপ ক্লক চালু হতে চলেছে। সেই নিয়মে এক ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে পরের ওভার শুরু করতে হবে ফিল্ডিং করা দলকে। না পারলে দুবার আম্পায়ার সতর্ক করবেন। তৃতীয়বার একই ঘটনা ঘটলে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে। দুবার সতর্ক করার পর ৮০ ওভার খেলা হয়ে গেলে আগের সতর্কতাগুলি বাতিল হবে।
বলে ইচ্ছাকৃত লালা লাগালেও পরিবর্তন নয়
বলে লালা লাগানোয় নিষেধাজ্ঞা থাকছে। তবে কেউ থুতু দিয়ে বল পালিশ করলে আম্পায়াররা তৎক্ষনাৎ বল পাল্টাতে নাও পারেন। অনেক ফিল্ডিং করা দল বল পাল্টানোর জন্য ইচ্ছাকৃতভাবে লালা লাগাত। সেই নিয়মে আর সুবিধা পাওয়া যাবে না। একমাত্র বল খুব খারাপ হয়ে গেলে তবেই পাল্টানো হবে। তবে বলে ইচ্ছাকৃত লালা লাগানো হলে ব্যাটিং করা দলকে পাঁচ রান দেওয়া হবে।
ডিআরএস নিয়মে বদল!
ধরুন কোনও ব্যাটারকে কট বিহাইন্ড দেওয়া হল আর তিনি ডিআরএস নিলেন। আল্ট্রা এজে দেখা গেল বল প্যাডে লেগেছে, ব্যাটে নয়। তখন টিভি আম্পায়ার চেক করে দেখবেন ব্যাটার অন্য কোনওভাবে আউট হয়েছেন কি না। অর্থাৎ, বল প্যাডে লেগে থাকলে বল ট্র্যাকিংয়ে দেখা হবে সেটি উইকেটে লাগছিল কি না। সেক্ষেত্রে এলবিডব্লিউ দেওয়া হতে পারে ব্যাটারকে।
কম্বাইন্ড রিভিউ
এখন কোনও সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের মনে প্রশ্ন তৈরি হলে তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। ক্রিকেটারেরাও রিভিউ নেন। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার ও ক্রিকেটার উভয়ই রিভিউ চাইলে টিভি আম্পায়ার প্রথমে আম্পায়ারের রিভিউ- খতিয়ে দেখতেন। তারপর ক্রিকেটারদের রিভিউ। এখন থেকে সেটা কম্বাইন করা হবে। কীভাবে? যদি কোনও বলে রান আউট ও এলবিডব্লিউ - দুই-ই চেয়ে রিভিউ নেওয়া হয়, তাহলে টিভি আম্পায়ার প্রথমে এলবিডব্লিউ দেখবেন। সেটা যেই চেয়ে থাকুন না কেন। আগে কিংবা পরে হিসেব করা হবে না। ব্যাটার এলবিডব্লিউ থাকলে রান আউট দেখাই হবে না।
ক্যাচের সঙ্গে দেখা হবে নো বলও
কোনও ক্যাচ পরিষ্কারভাবে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হলে এবার থেকে তৃতীয় আম্পায়ার দেখবেন বলটি নো ছিল কি না। নো বল হলে ক্যাচটি পরিচ্ছন্নভাবে নেওয়া হয়েছিল কি না দেখা হবে। পরিচ্ছন্ন হলে ব্যাটিং টিম শুধু নো বলের এক রান পাবে। ক্যাচ পরিচ্ছন্ন না হলে নো বলের পাশাপাশি সেই বলে ব্যাটাররা দৌড়ে কোনও রান নিলে সেটাও যোগ হবে।
শর্ট রান নিয়ে কী নিয়ম
এতদিন কোনও ব্যাটার ইচ্ছাকৃতভাবে শর্ট রান (ক্রিজে না ঢুকে দ্বিতীয় রানের জন্য দৌড়) নিলে ব্যাটিং টিমের পাঁচ রান কেটে নেওয়া হতো। এবার থেকে এই ঘটনা হলে ফিল্ডিং টিমকে জিজ্ঞেস করা হবে কোন ব্যাটারকে তারা স্ট্রাইকিং এন্ডে চায়। পাশাপাশি ৫ রানের পেনাল্টিও হবে।
পূর্ণ সময়ের বিকল্প ঘরোয়া ক্রিকেটে
ঘরোয়া স্তরে কোনও ক্রিকেটার গুরুতর বাহ্যিক চোট পেলে পূর্ণ সময়ের জন্য বিকল্প ক্রিকেটার খেলানোর অনুমতি দেওয়ার জন্য প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডকে বলেছে আইসিসি। পরিবর্ত ক্রিকেটার শুধু ফিল্ডিং নয়, ব্যাটিং, বোলিংও করতে পারবেন। তবে চোট ম্যাচের পরিচালনার সঙ্গে যুক্তরা দেখে সিদ্ধান্ত নেবেন পরিবর্ত দেওয়া যাবে কি না।