মুম্বই: ভারতের তরুণ ব্যাটার পৃথ্বী শয়ের (Prithvi Shaw) ছোট্ট কেরিয়ারে ইতিমধ্যেই প্রচুর বিতর্ক হয়েছে। সম্প্রতিই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগও আনেন। যদি পৃথ্বী পাল্টা অভিযোগ করেন স্বপ্না তাঁর ব্যক্তিগত পরিসরে ঢুকে আসার চেষ্টা করেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর এক পোস্ট ঘিরে জল্পনা তু্ঙ্গে। 


সন্দেহজনক পোস্ট


২৩ বছর বয়সি পৃথ্বী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'কয়েকজন কেবলমাত্র স্বার্থের জন্যই আপনাকে ভালবাসে। তাদের সুবিধা নেওয়া শেষ হয়ে গেলে আনুগত্য, ভালবাসাটাও উধাও হয়ে যায়।' কে বা কাদের উদ্দেশে পৃথ্বী এই মন্তব্যটি করেন, সেই নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা-কল্পনা রয়েছে। প্রসঙ্গত, পৃথ্বী ইতিমধ্যেই ক্রিকেট কেরিয়ারে সাফল্য ও ব্যর্থতা, দুই প্রত্যক্ষভাবে দেখেছেন। টেস্ট অভিষেকেই শতরান করে নজর কেড়েছিলেন পৃথ্বী। কিন্তু এখনও অবধি জাতীয় দলে নিজের জায়গা পাকা করে উঠতে পারেননি পৃথ্বী।


বিতর্কও তাঁর পিছু ছাড়েনি। ২০১৯ সালে পৃথ্বীকে আট মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং জানান পৃথ্বী একদা তাঁর নির্দেশ সত্ত্বেও ব্যাট করতে অস্বীকার করেন। এই সাম্প্রতিক পোস্টে ফের একবার তাঁকে নিয়ে জল্পনা-কল্পনাই বাড়ল।


 






কিউয়িভূমে অস্ত্রোপ্রচার


গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেই বুমরার মাঠে ফেরার কথা ছিল বটে। তবে তাঁর চোট না সারায় তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ইন্ডিয়া। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে চোট সারাতে অস্ত্রোপ্রচার করতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন বুমরা। খবর অনুযায়ী, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলারের সেই অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে।









খবর অনুযায়ী, এই মাসটি তিনি কিউয়িভূমেই কাটাবেন। বুমরা কবে মাঠে ফিরতে পারেন, সেই বিষয়ে অবশ্য এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে বুমরার পরিস্থিতির ওপর বিসিসিআইয়ের মেডিক্যাল দল কড়া নজর রাখছে। শোনা যাচ্ছে অগস্ট মাস থেকে বুমরা আবারও বোলিং করা শুরু করবেন। ধীরে ধীরে বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে বুমরাকে মাঠে নামানোটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই নিজের রিহ্যাব চালাচ্ছিলেন বুমরা। তবে দীর্ঘ সময় পরেও চোট না সারায় বুমরাকে এনসিএর মেডিক্যাল দলের লোকজনই অস্ত্রোপ্রচার করার পরামর্শ দিয়েছিলেন। তাঁর পরামর্শ মতোই বিসিসিআইয়ের সম্মতি নিয়ে নিউজিল্যান্ডে অস্ত্রোপ্রচার সারলেন বুমরা।









আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের জেরে আইপিএলের শুরুর ম্যাচগুলিতে নেই মারক্রামরা?