আমদাবাদ: বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট শুরু হয়ে গেল আজ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে এদিন মাঠে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ম্যাচে টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এই ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে টিম রোহিতের সামনে। 


এদিন ব্যাট করতে নেমে উসমান খাওয়াজা ও ট্রাভিস হেড জুটি প্রথম উইকেটে ৬২ রান বোর্ডে তুলে নেয়। হেডকে ফেরান অশ্বিন। ৩২ রানের মাথায় জাডেজার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়ন ফেরেন হেড। টেস্টে বিশ্বের এক নম্বর ব্য়াটার লাবুশেন এদিন বেশি রান করতে পারেননি। মাত্র ৩ রান করে শামির বলে বোল্ড হয়ে যান তিনি। যদিও ক্রিজে আছেন অধিনায়ক স্মিথ ও খাওয়াজা। অজি ক্য়াপ্টেন কিছুক্ষণ আগেই মাঠে নামলেও খাওয়াজা ২৭ রান করে অপরাজিত রয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। 


এদিকে, আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানালেন দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।


এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদিই যে টস করবেন, তা আগেই ঠিক ছিল। ওই রিপোর্টেই দাবি করা হয় অজি প্রধানমন্ত্রী বলেছেন, 'আমার ওপর ভীষণই চাপ রয়েছে, কারণ আমি এবং প্রধামন্ত্রী মোদি কয়েন টস করব।' তবে অজি প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট নয় যে তিনি না ভারতীয় প্রধানমন্ত্রী, ঠিক কে ম্যাচে কয়েন টস করবেন। প্রসঙ্গত, এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীও আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। তবে এই প্রথমবার অজি প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার ৭৫ বছরের বন্ধুত্ব উদযাপন করতেই কিন্তু এ দেশে আসছেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ। বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ ২ দেশের প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন।


স্টেডিয়ামের চারিদিকে অনেকদিন আগে থেকেই ব্য়ানার লাগানো ছিল। যেখানে অজি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির ছবি। ২ দেশের ক্রিকেটের ৭৫ বছর পূর্তির উপলক্ষে খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। গুজরাতি সঙ্গীত পরিবেশন করা হয়। ২ দেশের অধিনায়ককে ক্যাপ তুলে দিলেন মোদি ও অ্যালবানিজ। ফটো সেশনের পর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন ২ প্রধানমন্ত্রী। গোটা মাঠ জুড়ে তখন মোদি মোদি শব্দব্রহ্ম।